বাংলাদেশ আমার দেশ, বাংলা আমার ভাষা...
২৭ শে জানুয়ারি ২০০৯
রেজা ঘটক
এ বছর বসন্তকাল কৃষ্ণপক্ষে শুরু।
দুরু দুরু বুকে ডুবি ডুবি চাঁদ
ঢাকা টাওয়ারের ওপাশে হঠাৎ চুপচাপ
কৃষ্ণপক্ষে এ বছর বস্তকালের শুরু।
ধূলো আর উলোট হাওয়া
বার বার আমাকে করে কাবু
তবু, ফুল ফোঁটে রোজ তোমার ঠোঁটে
নীল প্রজাপতি উড়ে উড়ে শেষে
ক্লান্তি রেখে যায় আমার খোলা জানালায়।
বুনো বাতাস আর ধূলো আমার অজাতশত্রু।
শীত আর গরমের মিশ্রণে
বঙ্গদেশে এখন ফাল্গুন মাস;
পাতা নড়ে, পাতা ঝরে, পাতা ওড়ে
কবি আর সমুদ্র ভারী অস্থির।
বহু যত্নে লালন করা রঙ
তুলির আঁচড়ে বিস্ময় বিমূর্ত সকাল !!!
ঠিক বারো বছর পঞ্চাশ দিন পরে
২৭ জানুয়ারি ২০০৯ শুক্রবার
মা আমার বাবার কাছে গেছে
নিস্তব্ধ কবরে ।।
১০০ কাঁঠালবাগান, ঢাকা
৫ ফাল্গুন ১৪১৫
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।