আমি বাংলায় গান গাই
ওরে আমার লোভী মন
তুই ধন কামাই করিস কতই
করিয়া যতন,
একবারও তুই ভাবলিনা রে
করছিস তু্ই এসব কি রে
তোর দেহ ছেড়ে পাখি একদিন
ছাড়বে এ ভুবন॥
টাকা টাকা করলি শুধু
ঘরে পোষলি রঙীন বধু
দেহটাকে ভাবলি যে আপন,
ভাবলি না এই দেহ একদিন
তোর বিরুদ্ধেই কইবে সেদিন
প্রভুর সামনে দাঁড়াবে যখন ॥
গাড়ি করলি বাড়ি করলি
শোভা করলি তার নারী
তোর রঙীন এ ভুবন,
ঐ পারের সম্বল আছে কি তোর
যাবে যে অনেক দূর
জানিস কি ঐ তরী ছাড়ার আছে কতক্ষণ ॥
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।