আমাদের কথা খুঁজে নিন

   

ওরে আমার লোভী মন

আমি বাংলায় গান গাই

ওরে আমার লোভী মন তুই ধন কামাই করিস কতই করিয়া যতন, একবারও তুই ভাবলিনা রে করছিস তু্‌ই এসব কি রে তোর দেহ ছেড়ে পাখি একদিন ছাড়বে এ ভুবন॥ টাকা টাকা করলি শুধু ঘরে পোষলি রঙীন বধু দেহটাকে ভাবলি যে আপন, ভাবলি না এই দেহ একদিন তোর বিরুদ্ধেই কইবে সেদিন প্রভুর সামনে দাঁড়াবে যখন ॥ গাড়ি করলি বাড়ি করলি শোভা করলি তার নারী তোর রঙীন এ ভুবন, ঐ পারের সম্বল আছে কি তোর যাবে যে অনেক দূর জানিস কি ঐ তরী ছাড়ার আছে কতক্ষণ ॥

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।