আমাদের কথা খুঁজে নিন

   

দু দেহের স্বপ্ন বলা

সমস্ত প্রাগ কথন,,অনির্ধারিত কিছু শব্দ..

আকাশ কূশুম তপ্ত আকাশ রোদ্রের ছোঁয়া-লিলুয়া বাতাস নিরব ঘুনে-পোড়া মন স্বপ্ন আকাশ-নিরব শ্রাবণ অঝরে যার জোস্না ঝড়ে কাল বৈশাখীর তপ্ত চোখে নিঃসংগ তাকেই খোঁজে বাজে ঢোল-রাঙ্গা বুকে ওগো আকাশ স্বপ্ন চারি পাখির আবার অকাশ কি স্বপ্ন নিয়ে থাকতে পারি মধ্য দুপুর সহ যাত্রী রোদের মাতম উদভ্রান্ত অন্ত গহীন তোমার চলা একটু দাঁড়াও বন্ধু আমার দু দেহের স্বপ্ন বলা...


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।