এই ব্লগের সব লেখা সর্বস্বত্ব সংরক্ষিত
-- আমার কিছু প্রশ্ন আছে
>> বলে ফেল ...
-- উত্তর দেয়া লাগবে কিন্তু
>> আচ্ছা ঠিকাছে
-- কোন হেয়ালী নয় , আচ্ছা ?
>> আচ্ছা ঠিকাছে , কোন হেয়ালী না ....
-- আচ্ছা মেঘ গুলোকে আকাশ ধরে রাখে কেন ?
>> যাতে দুরে কোথাও সে হারিয়ে না যায় ... কখনো
-- নদী কেন পানিকে ধরে রাখে ?
>> যাতে সে চলতে পারে ... দুর দিগন্তে
-- পাহাড় কেন মাটি আঁকড়ে থাকে ?
>> নিজের অস্তিত্ব রক্ষার জন্য ... অক্ষত থাকতে
-- বাতাস কেন অক্সিজেন বহন করে ?
>> নিজের অস্তিত্ব দিয়ে অন্যদের বাঁচিয়ে রাখতে ... অহর্নিশ
-- সুখ কাকে বলে ?
>> যাতে অসুখের কোন স্হান নেই...
-- আর সুখী মানুষ ?
>> যে মানুষ জীবনে কি পায়নি তার হিসেব না করে, কি পেয়েছে তার হিসেব করে ...
-- আর তুমি কেন আমার পাশে ?
>> আগের সব উত্তরগুলোকে একসুতোয় গাঁথতে ....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।