আমাদের কথা খুঁজে নিন

   

টেকনোলজি.নেট.বিডি'র যাত্রা শুরু হলো

অন্য সবার থেকে একটু আলাদা ..
আজ থেকে পথচলা শুরু হলো বাংলাদেশের সকল ব্লগার আর পাঠকদের মিলনমেলার নতুন ঠিকানা টেকনোলজি.নেট.বিডি। হারিয়ে যাও টেকনোলজি'র সাথে, ছড়িয়ে দাও টেকনোলজি'র আলো সবার মাঝে এই স্লোগান যাত্রা শুরু করলো টেকনোলজি.নেট.বিডি। শুরু হলো বাংলা ব্লগিং জগতের আর এক নতুন নাম। এই ব্লগটি পুরোটাই ডিজাইন করা হয়েছে ওয়ার্ডপ্রেসে। তাই, এই ব্লগটির ডিজাইন থেকে শুরু করে পাঠক এবং লেখকের মন অবশ্যই কারবে আমার মনে হয়েছে।

ব্লগটি এখন পরীক্ষামূলকভাবে চলছে। কিন্তু, এখানে এখন থেকেই সব কিছু করা যাচ্ছে। আশাকরছি, আমার পাশাপাশি আপনাদের সকলেরই এই ব্লগটি ভালো লাগবে। আমাদের প্রিয় সামু, প্রথম আলো আর টেকটিউনস্‌ ব্লগ তো আছেই। আমার বিশ্বাস কিছুদিন পরে হয়তো বা টেকনোলজি.নেট.বিডি এই প্লাটফর্মটিও সবার কাছে জনপ্রিয় হয়ে উঠবে।

এই নতুন ব্লগটিকে সবার মনের ঠিকানা করার দায়িত্ব তো আপনাদেরই। টেকনোলজি.নেট.বিডি বাংলাদেশের ব্লগ, সব বাঙ্গালীর মিলন মেলা, সবার আপন ঠিকানা। তাহলে একবার ঘুরে আসুনঃ http://technology.net.bd
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।