সৃজনশীল সাহিত্যের শৈল্পিক প্রয়াসে নিমগ্ন একজন প্রকাশক
শেষ কবে বিটিভি-এর সংবাদ দেখেছি মনে নেই। তবে আজ দুপুরে দেখলাম। সেই একঘেয়ে সরকার বন্দনা, অসুন্দর সেট, অস্পষ্ট শব্দ......। বছর পাঁচেক আগে একটা কৌতুক শুনেছিলাম-
এক বন্ধু আরেক বন্ধুকে প্রশ্ন করলো-আচ্ছা বল তো বিদ্যু এর লোডশেডিং আর বিটিভি‘র সংবাদের মধ্যে মিল কোথায়?
বন্ধূটি জবাব দিল-জানিনা।
প্রশ্নকারী বন্ধু বলল- মিল হলো, দুটো সময়ই টেলিভিশন বন্ধ থাকে।
আজও দেখলাম সেই একই অবস্থা। অথচ দেশ, কাল, সময় কতো বদলে গেছে তা যেন সরকারের অজানা! আজ যারপরনাই বিরক্ত আমি। কেন দেশের বেসকারী স্যাটলাইট চ্যানেল গুলোকে বাধ্যতামুলকভাবে দেখাতে হবে বিটিভি‘র সংবাদ? কোন যুক্তিতে?
ধরে নিলাম সরকার যদি চায় যে সরকারী টেলিভিশনের সংবাদ সারা বিশ্বে প্রচারের জন্য তারা বেসরকারী স্যাটালাইট চ্যানেল ব্যবহার করছে, তাহলে বিটিভি ওয়াল্ড কেন আছে? নাকি সরকার জানে যে সরকারী টেলিভিশনের বস্তাপচাঁ সস্তা সরকারী বন্দনা খবর এদেশের মানুষ আর দেখেনা, তাহলে নিজের ঘর ঠিক না করে, ক্ষমতার জোরে আরেকজনের ঘাড় ধরা কেন??
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।