আমাদের কথা খুঁজে নিন

   

জোট নেতাদের সঙ্গে বৈঠকে খালেদা

বিএনপির দাবি মেনে সংবিধান সংশোধন হবে না বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে পূর্বনির্ধারিত এই বৈঠকে বসলেন বিএনপি চেয়ারপারসন।
রোববার রাত সোয়া ৯টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠক শুরু হয়েছে।
জোট নেতাদের সঙ্গে বৈঠকের আগে আন্দোলনের কর্মকৌশল ও সম্ভাব্য কর্মসূচি নিয়ে শনিবার দলের নীতি-নির্ধারকদের সঙ্গে আলোচনা করেন বিরোধীদলীয় নেতা।
নির্দলীয় সরকার পদ্ধতি পুনর্বহালের দাবিতে ঈদের পর জোরদার আন্দোলনের ঘোষণা ছিল বিএনপির। ঈদের পর এই দুটি বৈঠকের পরই কর্মসূচি ঘোষণার কথা রয়েছে।
বিএনপি সংবিধান সংশোধন করে আগের মতো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চাইলেও শেখ হাসিনা রোববার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে বলেন, নির্বাচনের আগে সংবিধান সংশোধন হবে না।
খালেদা জিয়ার সভাপতিত্বে ১৮ দলের শীর্ষনেতাদের বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও রয়েছেন।
জোট নেতাদের মধ্যে রয়েছেন জামায়াতে ইসলামীর আবদুল হালিম, ইসলামী ঐক্যজোটের আবদুল লতিফ নেজামী, খেলাফত মজলিসের মজিবুর রহমান,  বাংলাদেশ জাতীয় পার্টির আন্দালিব রহমান পার্থ, লিবারেল ডেমোক্রেটিক পার্টির রেদোয়ান আহমেদ, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।
এছাড়া জাগপার শফিউল আলম প্রধান, এনপিপির শেখ শওকত হোসেন নীলু, এনডিপির খন্দকার গোলাম মূর্তজা, লেবার পার্টি মুস্তাফিজুর রহমান ইরান, ইসলামী পার্টির আবদুল মবিন, ন্যাপের জেবেল রহমান গানি, ন্যাপ ভাসানীর শেখ আনোয়ারুল হক, মুসলিম লীগের এএইচ এম কামরুজ্জামান খান, পিপলস লীগে গরীবে নেওয়াজ, জমিয়তে ওলামা ইসলামের মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, ডেমোক্রেটিক লীগের সাইফুদ্দিন মনিও বৈঠকে রয়েছেন।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।