আমাদের কথা খুঁজে নিন

   

একই মৌসুমে ফিফা বর্ষসেরা খেলোয়াড়, গোল্ডেন বুট ও গোল্ডেন বল জেতার এ বিরল কৃতিত্ব অর্জন করলেন মেসি।

not now

২০০৯-১০ মৌসুমে ইউরোপিয়ান ক্লাব ফুটবলটা হয়ে উঠেছিল মেসিময়। মেসির দ্যুতিতে প্রায় সবারই ম্লান হয়ে যাওয়ার দশা। ২০০৯-১০ মৌসুমে তাঁর জেতা পুরস্কারের তালিকাও সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার আর ইউরোপিয়ান বর্ষসেরার খেলোয়াড় হিসেবে গোল্ডেন বলটা জিতেছিলেন আগেই। বাদ ছিল শুধু সেরা গোলদাতার গোল্ডেন বুট পুরস্কারটা।

গতকাল সেটাও নিজের ঝুলিতে ভরলেন এই আর্জেন্টাইন জাদুকর। গত মৌসুমে বার্সেলোনার জার্সি গায়ে সর্বোচ্চ ৩৪ গোল করে পেয়েছেন এই গোল্ডেন বুট পুরস্কার। মার্কো ভন বাস্তেন, ব্রাজিলের রোনালদো আর ক্রিস্টিয়ানো রোনালদোর পর একই মৌসুমে ফিফা বর্ষসেরা খেলোয়াড়, গোল্ডেন বুট ও গোল্ডেন বল জেতার এ বিরল কৃতিত্ব অর্জন করলেন মেসি। ২৯ গোল করে যৌথভাবে দ্বিতীয় স্থানে ছিলেন চেলসি স্ট্রাইকার দিদিয়ের দ্রগবা ও ইতালিয়ান ক্লাব উডিনেসের স্ট্রাইকার এন্তোনিও ডি নাটাল। পুরস্কার বিতরণীর আগে মেসির প্রশংসা করে বার্সা অধিনায়ক কার্লোস পুয়োল বলছিলেন, ‘মেসি দুনিয়ার সেরা খেলোয়াড়।

কিন্তু সে খুব বিনয়ী। আর প্রতিদিনই সে অনেক উন্নতি করছে। ’ পুয়োল যে মেসিকে বিনয়ী আখ্যা দিয়ে খুব একটা ভুল করেননি, সেটা মেসির কথাতেই বোঝা গেল। পুরস্কারটা জেতার পর মেসি বলেছেন, ‘আমি যে এই পুরস্কারটা জিতলাম তার জন্য সতীর্থরা আমাকে অনেক সাহায্য করেছে। তাদেরকে অনেক ধন্যবাদ।

আমি শুধু ভালো খেলার চেষ্টা করি এবং দল ও কোচের জন্য আমার পক্ষে সর্বোচ্চ যা করা সম্ভব সেটা করার চেষ্টা করি। ’—টাইমস অব ইন্ডিয়া সুত্র:- প্রথম-আলো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।