.....
কোন কবি দেশটাকে স্বর্গ বলেছিলেন তা মনে নাই। কবিকে পাইলে তার কবিতাটা তেজপাতার গুড়ার সাথে গুলাইয়া খাওয়াতাম । দেশটা আজ আট নম্বর নরক ।
গনতন্তের নামে রানীতন্ত চলতেছে দেশে। রানীর চৌদ্দগোষ্টির আর চ্যালাফেলাদের জন্য এক আইন আর বাকি মানুষদের জন্য আর এক আইন;আইন আবার কী? সংবিধান ত তাদের জন্য সস্তা চটি বই।
আইন ত সাধারন মানুষদের বারটা বাজানোর জন্য ।
জনসেবকেরা মঙ্গার চাল আর ত্রানের টিন বিক্রি করে সুইস ব্যাংকে একাউন্ট খুলছে। কোর্টে কাল বোরকা পরে আইন বিক্রেতারা লাইন ধরে দাড়িয়ে আছে
“টাকা দাও আর JUSTICE লেমনচুষ খাও”।
রাস্তার মোড়ে মোড়ে জ্ঞানপাপী বুদ্ধিজীবীরা একের পর এক তৈলাক্ত ভাষন দিচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সাদা আর নীল আন্ডারওয়ার পড়ে বিবেক বিক্রি করছে আর ছাত্ররা বই খাতা দু পায়ের চিপাই রেখে রামদা নিয়া কোপাকোপি করতেছে ।
পানি নাই,গ্যাস নাই,বিদ্যুত নাই আছে শুধু যানজ়ট,একের পর এক খুন,চাদাবাজি,বাসাই গিয়ে ধর্ষন আর বিভিন্ন স্থাপনার নাম বদল। সংসদে বঙ্গবন্ধু আর জিয়াকে নিয়ে টানাহেচড়া,ওয়াকআউট আর প্রাইমারী স্কুল পর্যায়ের অশ্লীল বিতর্ক প্রতিযোগিতা ।
দেশের মানুষ নরকে ত কী!! ক্ষমতা ত তারাই দিয়েছে। এখন তাদের রক্তের শেষ বিন্দুটিও চেটে খাব। রক্ত খেয়ে হাড্ডি খাব,হাড্ডিতে নাকি ক্যালশিয়াম থাকে।
দেশের এই দুঃশাসন আর গনতন্তের এই গনধর্ষন দেখে মনে হই এই দেশ থেকে পালাই। কিন্তু পারি না। এই নরককেই ভালবেসে ফেলেছি। ২১ টি বছর নরকের আলো বাতাস খেয়েছি,বাকি জীবনটাও এখানেই জ্বলে-পোড়ে মরতে চাই। তবে এই সবুজে যারা লাল আগুন দিয়েছে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করলাম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।