আমাদের কথা খুঁজে নিন

   

One Way Ticket [গান+স্মৃতি রোমন্হন পোস্ট-৩]

আপাতত রেস্টে আছি! :)
যাদের বয়স পঁচিশের উপরে,আর্লি নাইনটিজে যারা ইংলিশ গান (অ্যাটলিস্ট অন্যের বাসাতে বাজতে শুনেছেন) শুনেছেন,তাদের এই গানটা কমন না পড়লে খুবই অবাক হবো! লেট সেভেনটিজের দিকে ডিসকো গানের জোয়ার শুরু হয় পশ্চিমে। কালক্রমে যা ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। অ্যাংলো-অ্যামেরিকান সলো ও ব্যান্ড আর্টিস্টদের এই ধারার গানগুলো তখন ঘুরে ফিরতো সবার মুখে (কেউই লিরিক্স পুরাপুরি বুঝতাম না। আমি নিজেও ভুল উচ্চারণে গানগুলি গাইতাম ) ও ক্যাসেট প্লেয়ারে। তখনকার সবচে পরিচিত সুরগুলোর একটি হলো, "ওয়ান ওয়ে টিকেট।

" লিড ভোকাল ছেলে না মেয়ে ছিলো সেটা কেউ নিশ্চিত করে বলতে পারতাম না (কারণ,ইতোমধ্যে মডার্ণ টকিং সবাইকে বেশ কনফিউযড্‌ করে ফেলসে )। তবে,সেটা নিয়ে কেউ মাথাও ঘামাতাম না। একসাথে "ওয়ান ওয়ে টিকেট" বলে চীৎকার করতে ভালো লাগতো। অডিও লিন্ক (৩ মেগা) গানের এই চারটি লাইন অনেক ভালো লাগতো। শুনলেই কেমন বিবাগীভাব চলে আসতো ।

I'm gonna take a trip to lonesome town, Gonna stay at heartbreak hotel, A fool such as I that never was, I cried a tear so well. গানটা গেয়েছিলো Eruption নামে এক ব্যান্ড। ১৯৭৫ সালে একটি ট্যালেন্ট হান্ট কম্পিটিশনে তারা বিজয়ী হয়। ১৯৭৮ সালে রিলিজ হওয়া তাদের সেকেন্ড অ্যালবামে এই গানটি ছিলো। পরে জেনেছি, এই গানটি তারা কভার করেছে। গানটির মূল শিল্পী Neil Sedaka।

তবে নীল সেডাকা সাহেবের ভার্শনটি একটু সফট। কিছুটা পপিশ। অডিও লিন্ক (২ মেগা) মমতাজের রিটার্ণ টিকেট গানটা শোনার পর মনে হয়েছিলো (ইত্যাদি-তে প্রথম শুনেছিলাম),সম্ভবতওয়ান ওয়ে (train chuggin' down the track.Gotta travel on, never comin' back) থেকে ইন্সপায়ার্ড হয়ে লেখা । দক্ষিণ এশিয়াতেও প্রায় এক দশক পর ডিসকোর মাদকতা শুরু হয়। এই জেনরের গানের জন্য তখন বিখ্যাত হন বাপ্পী লাহিড়ি ও নাযিয়া হাসান (প্রকারান্তরে বিদ্যু)।

এমনকি আমাদের তৎকালীন বাংলা সিনেমাগুলোতেও একটা করে ডিসকো আইটেম থাকতোই। দারাশিকো (ব্লগার দারাশিকো না ) সে সময় ভাই-বন্ধু নামে একটি মুভি বানিয়েছিলেন,যার মূল উপজীব্য ছিল দুই স্টেজ পারফর্মার। সেই মুভির অসম্ভব বিখ্যাত একটি গান : ভেঙ্গেছে পিঞ্জর কারণ কি জানি না,রাস্তায় হাঁটতে বের হলেই,পৃথিবী তার যাবতীয় আকর্ষণ নিয়ে হাজির হয়। যা দেখি,যা শুনি,যার সৌরভ পাই ( ) সবই ভালো লাগে। আর আমিও বাংলা সিনেমার পোস্টার থেকে হারিয়ে যাওয়া দিনের গান ডুবে যাই নির্বাক বিস্ময়ে।

গান+স্মৃতি রোমন্হন পোস্ট-১ হাওয়া হাওয়া আর হাসান জাহাঙ্গীর Click This Link গান+স্মৃতি রোমন্হন পোস্ট-২ Hello-যে গানের কথাগুলো প্রতিটি ছেলেই তার প্রেয়সীকে বলতে চেয়েছে Click This Link
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।