রামজন্মভূমি-বাবরী মসজিদ মামলার রায় ইন্টারনেটের মাধ্যমে দেয়া হলো। এটি ভারতের প্রথম ডিজিটাল রায়।
কিছুক্ষণ আগে এলাহাবাদ হাই কোর্ট এ রায় দেয়।
বিভক্ত রায়ে বিচারপতি শর্মার মতে ভগবান রাম পুরো জমির মালিক। বিচারপতি খান এবং বিচারপতি অাগরোয়াল ভিন্নমত পোষন করেন।
তাঁরা বলেন যেখানে ভগবান বিরাজমান সেখানে তিনি বিরাজ করবেন। তবে একটি অংশ নতুন করে মসজিদ নির্মানের জন্য দিতে হবে। তবে সেটা তিন ভাগের এক ভাগের কম হতে পারবে না। আরেকটি অংশ পাবে নির্মোহী আখড়া। তবে পুরো রায় পেলে ভালোভাবে বলা যাবে।
এ স্থান ভগবান রামের জন্ম স্থান বলে স্বীকৃত হলো। তিন গম্বুজ বাবরী মসজিদের মাঝের গম্বুজ যেখানে ছিল সেখানে তৈরি মন্দির থাকবে। ভারতীয় পুরাতত্ত্ব দপ্তর সেখানে মন্দির ছিল বলে রিপোর্ট দেয়। তামাদী অাইনে বাবরী মসজিদ একশান কমিটির ৪নং মামলা খারিজ করে দেয়া হয়। রাম মন্দির পক্ষের ৫ নং মামলার জন্য এই রায় দেয়া হয়।
আগামী তিন মাস স্থিতাবস্থা থাকবে। হিন্দু মহাসভার আইনজীবী এই তিন ভাগে সন্তুষ্ট নয় বলে সুপ্রীম কোর্টে আপীল করবেন বলে আভাস দেন।
সূত্র:জি নিউজ। (হিন্দিতে দুর্বল বলে পুরোটা ভালো বুঝতে পারিছ না। ) !!!!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।