আমাদের কথা খুঁজে নিন

   

দিন দিন রাতগুলো হয়ে উঠে সুন্দরী বড় বেসামাল



দিন দিন রাতগুলো হয়ে উঠে সুন্দরী বড় বেসামাল, তাঁর বুক থেকে খসে গেলে ঝলমলে চাদিমার ষোঢ়শী আড়াল, রূপের খামারে দেখি অগুনিত 'এক'-এর একক জাঙ্গাল। অদ্বিতীয়া! তোমার বুকভর্তি এক আর অগুণিত এককের বারোয়ারী ভিড়ে এসো আজ রাতে আমরা দু'জন হাতভর্তি 'শূন্য'র আরাধনা করি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।