অনেক কিছুই বলতে চাই। । বলা হয় উঠে না!ছন্দ হারিয়ে আমাদের নিরানন্দ জীবন। তবুও কিছু লিখতে চাই!
আমাদের অনেকের চুল অল্প বয়সে ঝরে যাচ্ছে!আমি নিজেও এর ভুক্তভোগী।
কিছুদিন আগে একজন চর্মরোগ বিশেষজ্ঞের সাথে আপয়ন্টমেন্ট নিয়ে গেলাম দেখাতে।
ভদ্রলোক ভাল ভাল ডিগ্রিধারী। ভিতরে যেয়ে মাথা দেখাতে বললেন। দেখালাম,বল্লেন আরও আগে আসলে আরো ভাল চিকিৎসা হত। কিছুটা হতাশ হলেও উপায় কিছু আছে জেনে খুশি হলাম। আমার জন্য চিকিৎসা হল লেজার হেয়ার কম্বিং।
মানে লেজারের চিরুনি দিয়ে চুলা আঁচড়ায় দিলে নাকি চুল পরা কমবে + চুলের গোড়া শক্ত হবে!স্যারের কথা অনুযায়ী ইন্টারনেট সার্চ দিয়ে দেখিঃবিদেশে এইটা খুব সাধারণ একটা চিকিৎসা!ওখানে নরমাল সেলুনগুলোও এইটা করে থাকে!কারন এইটার সাইড এফেক্ট নেই।
সব তথ্যই পজিটিভ,তাই ভাবলাম কোনো ভাই করায় থাকলে তার মতামত নিয়া আগাই।
আর যারা এই বিষয়ে জানতে আগ্রহী লিঙ্ক ফলো করুন!আমারেও জিগাইতে পারেন।
View this link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।