বেশিরভাগ মেয়ের জীবন কেটে যায় তার স্বপ্নের রাজকুমার খুঁজতে,তারা যাকে বলে “মিঃ পারফেক্ট”।কখনো টম ক্রুয,রবার্ট প্যাটারসন অথবা হৃতিক বা হিন্দি সিরিয়ালের কোন নায়কের সাথে মেলাতে চেষ্টা করে...মেলেনা..আশেপাশের শুকনো মুখের উস্কো খুস্কো চুলের ছেলেটা তাকে রাজকুমারী ভেবে দিন পার করে দীর্ঘশ্বাস ফেলে...তারা ফিরেও তাকায় না ...শেষে,বিয়ে করে এমন একজন কে,যার কাছে তার মুল্য,বিনা পয়সার কাজের বুয়া বা জৈবিক চাহিদা পুরণের উপকরন এর চেয়ে বেশি কিছু না।।নিজেকে সাথে তারা মিথ্যা বলে”আরে,ও তো কত বিজি,অফিসে কত কাজ”...আর বান্ধবীদের কাছে বড় মুখ করে বলে “আর বলিস না ভাই, ও তো একটা পাগল,আমাকে ছাড়া কিস্যু বুঝে না”...।।তারপর দিনের শেষে,ঘরের সামনের এক চিলতে বারান্দায় দাঁড়িয়ে,পাখিদের ঘরে ফেরা দেখতে দেখতে ভাবে......কি পেলাম??তখন হয়ত মনে পরে সেই শুকনো মুখের উস্কো খুস্কো চুলের ছেলেটাকে,অথবা “বলদ” বা “ছাগল” টাকে ,তাকে দেখলেই খুশি,লজ্জা,নার্ভাসনেস মেশানো হাসি টা...ভালবাসা,শ্রদ্ধাভরা দৃষ্টিটা...তাকে ঘিরে করা ছেলেটার বোকামী গুলো...যেগুলো আজকাল খুব ই “কিউট” লাগে তার কাছে,ভাবনায় ছেদ পরে বাড়ির কারো ডাকে,কতো কাজ তার,এভাবে বসে থাকলে কি চলে??উঠে যায় সে...এখন সেই ছেলেটার দীর্ঘশ্বাসটাই তার নিত্যসংগী............।
(কিঞ্চিত পরিমার্জিত)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।