ঘটনা কিছুদিন আগের । প্রতিদিনের মত সেদিন ও প্রচণ্ড ভীড় ছিল ঢাবি'র শ্রাবণ বাস এ । মালিবাগ মোড় এ সিগ্নাল পরলে এক ছাত্রী বাস থেকে নেমে যেতেই এক বখাটে উক্ত ছাত্রী কে উদ্দেশ্য করে বাজে মন্তব্য ছুড়ে দেয়। আমাদের বিবেকবান, সচেতন নাগরিক ছাত্র ভাইয়া রা এই ঘটনার পরিপ্রেক্ষিতে ততক্ষ্ণণাত বাস থেকে নেমে অই বখাটে কে কিছু উত্তম মধ্যম দেয় । ঘ্টনা এইখানেই শেষ নয় ।
এরপর চলে কান ধরে উথবস করানোর পালা । রাস্তার মাঝে ঐ বখাটে কে কাণ ধরে ১০ বার উথবস করানর পর ই ক্ষান্ত হন আমাদের ছাত্র রা । এর পর ছাত্ররা ছেড়ে দেওয়ার পর উক্ত বখাটে আবার পাবলিক এর হাতে পরে আরো কিছু উত্তম মধ্যম হযম করে । ঘটনা যখন গনপিটূনির দিকে রুপ নিচ্ছিল তখন আবার ঢাবি'র ছাত্র রাই বখাটে কে উদ্ধার করে ছেরে দেয় ।
একেই বলে ইট টি মারলে পাটকেল টি খেতে হয়।
আশা করি আমাদের দেশের সব মানুস ই বখাটেদের বিরুদ্ধে এমন প্রতিবাদ করবে । ধণ্যবাদ জানাই ঢাবি'র সেই সাহসী ভাইয়া দের ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।