১.
পথে পড়ে থাকে ছড়ানো ছিটানো পথ
তোমার বন্ধনহীন উদ্ধত পা চিহ্ন আঁকে
এ পথে সে পথে যখন যেখানে খুশী।
আমাদের ব্যবধান বেড়ে যায় কৌণিক দূরত্বে
২.
স্মৃতির পুস্তক খুলে বারবার মেঘ খণ্ড পাঠ করি
৩.
এ যুগের কালিদাস লিখেনাতো মেঘদূত
তবুও তোমার প্রেমে উত্তর যৌবনে ধরে রাখি
আমার সলাজ কৈশোরকে।
৪. (গল্প) -
“একুশ শতকে নদীরাও পতিত হয় এখন
তবুও স্তনে জঙ্ঘায় পড়ে তার মেঘের মায়াবী ছায়া
সূর্যের লাল চুম্বন”
অসমাপ্ত থাকে গল্প, যত লিখি সবই খসড়া
মনে হয়; রক্তিম বিকেলে মাছের কণ্ঠ দেশে আঁটকে থাকা
বড়শীর মতোই বিঁধে থাকে প্রশ্ন
বিথী, এখনো কি বৃষ্টি ভালোবাসো?
১০.০৮.২০০৮
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।