আমাদের কথা খুঁজে নিন

   

ঐশী এবং আমাদের দায়



কল্পনা করুন, আপনি গভীর ঘুমে আচ্ছন্ন । চমৎকার একটা স্বপ্ন দেখছেন, হঠাৎ অনুভব করলেন বটি দিয়ে কেউ আপনার পিঠে কোপ বসিয়ে দিল! চিৎকার দিয়ে উঠলেন এবং হতবুদ্ধি হয়ে গেলেন, যখন দেখলেন সামনে রক্তাক্ত বটি হাতে দাড়িয়ে আপনার ছেলে/মেয়ে । মুন্নি সাহার মতো এইবার আপনাকে জিজ্ঞেস করি, আপনার অনুভুতি কি ? অনুভুতি প্রকাশ করার আগেই আপনি কবরে! ...কোনদিন খোজ নিয়েছেন, আপনার ছেলে-মেয়েরা কাদের সাথে মিশছে ? সারাদিন নেটে বসে কি করে ? আচ্ছা আবার কল্পনা করুন, খুব ভাল মুডে অফিস থেকে বাসায় ফিরছেন । বসের কাছে ছুটি নিয়ে । বউকে নিয়ে আজ শপিং-এ গিয়ে চমকিয়ে দেবেন! কিন্তু বাসায় ঢুকে চমকে গেলেন নিজেই! বেড রুমে আপনার ওয়াইফ অন্যকারো সাথে...... সাথে সাথে মাথায় আকাশ ভেঙ্গে পড়ল আপনার! আচ্ছা, কোনদিন খোজ নিয়েছেন আপনার বউ টিভিতে কি ধরনের সিরিয়াল দেখেন? অথবা, আপনার বউ যখন খুব নিঃসঙ্গ অবস্থায় আপনাকে কাছে পেতে চেয়েছিল,তখন কাজের অযুহাত দেখিয়ে টাকার পিছে ছুটেছেন কিনা কিংবা অফিসের সুন্দরী কলিগের সাথে ফষ্টিনষ্টি করে বেড়াননি আপনি? আচ্ছা আর কল্পনা করতে হবে না ।

আমার ডিপার্টমেন্টের বন্ধু । বাবা-মায়ের একমাত্র সন্তান । ক্লাস সেভেন থেকে নাকি সে মাদকাসক্ত! কয়েকবার তাকে ক্লিনিকে ভর্তি করা হয়েছিল, কিন্তু যেই লাউ সেই কদু! কোন লাভ হয়নি । ওর বাবা-মা ওর পা পর্যন্ত ধরেছিল, কিন্তু সে নেশা ছাড়েনি । উপরন্তু নেশার টাকা জোগাড়ে শুরু করেছে চুরি! আরেকটা ব্যাপার অবাক করার মতো ।

ক্লাস ফাইভ/সিক্সের বাচ্চারা এখন প্রেম করে! ভাবা যায়? একটা সমাজের কি পরিমান নৈতিক অবক্ষয় হলে, ফাইভ/সিক্সের বাচ্চারা প্রেম করে? ডেটিং-এ যায় ? ঐশী নামের মেয়েটি যে ঘটনা ঘটিয়েছে তা অত্যন্ত ঘৃনিত এবং একই সাথে অনেক তাৎপর্যপূর্ন একটি ঘটনা । ঐশীর ঘটনার পর হয়তো আমরা নড়ে-চড়ে বসেছি । এই ঘটনার জন্য ঐশী একা দায়ী নয় । দায়ী আপনি, আমি, এই সমাজ । এমন হাজারো ঐশী তৈরি করার পরিবেশ আমরাই তৈরি করে রেখেছি ।

মিডিয়া সানি লিওনকে প্রোমোট করে । রোকেয়া প্রাচী, মিতা হক এনারা সেলিব্রেটি! যে যত বেশি কাপড় খুলছে, সে ততবড় প্রগতিশীল! নৈতিক শিক্ষার কোন বালাই নেই । নেই কোন ধর্মীয় অনুশাসন । মহানবীকে নিয়ে পর্ন সাহিত্য রচনাকারী পাচ্ছে শহীদের মর্যাদা! তথাকথিত বুদ্ধিজীবী ( আমি এদেরকে জ্ঞানপাপী এবং ভন্ড মনে করি ) নিজেদের স্বার্থে পা চেটে বেড়াচ্ছে । সমাজ হয়ে গেছে নষ্ট ।

এই রকম ঘটনা যে, আগে ঘটেনি এটাই এখন বিস্ময়ের ব্যাপার! এখনই সময় আমাদের সকলেরই সচেতন হওয়ার । ধর্মীয় অনুশাসন মেনে চললে, সমাজে অবক্ষয় কমে আসবে বলে আমার বিশ্বাস । বাচ্চাদের সাথে ফ্রেন্ডলি এটমোসফিয়ারে মিশতে হবে । ভাল/খারাপ দিক নিয়ে খোলামেলা আলোচনা করতে হবে । নইলে প্রস্তুত থাকুন আপনিই হতে পারেন নেক্সট ভিকটিম ।

মাইন্ড ইট । https://www.facebook.com/mdhumayun.biddut

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।