আমি এবং আরণ্যক ছাইরংয়া বধ্যভূমিতে দাড়িয়ে দেখছি শেষ সূর্যাস্ত
মাফ করবেন এ লাইনে প্রথম এসেছি
তাই একটু ভুল ত্রুটি হলে শুধরে দেবেন ।
কি বললেন মালপানি আছে নাকি?
আরে ভাই মালপানি হাতেই যদি আসতে হয়
তাহলে আর এপথে আসা কেন ?
তাই বলে ভাববেন না আমি একেবারে যাচ্ছেতাই,
পকেটভর্তি কাঁচা পয়সার ঝনঝনানি না থাকলেও
রয়েছে মাথাভর্তি কাঁচামাল, সহজশর্তে সেটিকে
কায়দামত বিনিয়োগ করতে পারলেই একেবারে কেল্লাফতে।
শহুরে ঘরের বারান্দায় সুদীর্ঘ পায়চারীতে
অবসন্ন হয়ে আসে শরীর;
ছেড়া পাঞ্জাবীর পকেটের কোনায়
পড়ে থাকা তিতকুটে বিড়িটা বড্ড আরাম দেয়,
কি হলো ওভাবে দেখছেন কেন?
বিশ্বাস করূন আপনারা একটু সোজা করে তাকালেই
ওটা ১৯৬ খেকে মালবোরো সিগারেট হবে।
শুনেছি আপনাদের টাকার নাকি অনেক বরকত,
সরকারী কোষাগার থেকে বরাদ্দকৃত বেতনের টাকা
খরচে অধিকতর সন্তানসম্ভবা হয়ে ওঠে,
তাইতো বুঝে শুনে এই পথটাই বেছে নিলাম
একটু দোয়া করবেন ।
শিক্ষা-দীক্ষা অধিকার ,সচেতনতা এসব বলে
খামোখাই এতদিন গলা ফাটিয়েছি;
এখন বুঝেছি শিক্ষার মানে কেরানীগীরি
অধিকারের মানে অরণ্যে রোদন
এবং সচেতনতার মানে সারা গায়ে তৈলমর্দণ
যাতে সুযোগ বুঝে পিছলে যেতে পারি;
আরও বুঝেছি ভুরি ভুরি বই-পত্রের থেকে
ইট বালুর ঠিকাদারী কিংবা মেদওয়ালাদের
তোষামোদী করে পকেটভর্তি করতে পারলেই
লুই কানের মন্দিরে ঢোকা যায় ।
কি বললেন ? আমাকে দিয়ে হবে?
ধন্যবাদ স্যার, আপনি যেভাবে চান
সেভাবেই আমাকে পাবেন ।
এই ধরূন কবি হিসাবে সফরসঙ্গী
চাটুকার হিসাবে সভা-সেমিনারে
হিটলার হিসাবে নৈতিক বাচালদের বিপক্ষে;
শুধু একটু মাথায় হাত রেখে আশীর্ব্বাদ করূন
যেন খুব তাড়াতাড়ি এই মারফতি তরিকায় সিদ্ধিলাভ হয় ।
২৮.০৯.১০ ঢাকা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।