আমাদের কথা খুঁজে নিন

   

একই সাথে একাধিক লাইভ মেসেন্জার

আমার কথা

একই সাথে একাধিক লাইভ মেসেন্জার লগিন করা এখন খুব্ই সহজ। রেজিস্ট্রিতে একটা ছোট্ট এডিট করলেই হবে। তাহলে শুরু করুন>>>>> স্টেপ-১ : স্টার্ট মেন্যু থেকে Run এ যান স্টেপ-২ : লিখুন regedit স্টেপ-৩ : সিলেক্ট করুন- KEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows Live\Messenger (পর্যায়ক্রমে) অথবা 64-bit (x64) OS এর জন্য নিচের কাজটি করুন> HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Wow6432Node\Microsoft\Windows Live\Messenger স্টেপ-৪ : ডান দিকের খালি জায়গায় রাইট ক্লিক করে New> DWORD (32-bit) Value সিলেক্ট করুন। স্টেপ-৫ : রিনেম করুন ঠিক এই নামে> MultipleInstances (নাম ভুল করলে বিপদ) স্টেপ-৬ : MultipleInstances এ রাইট ক্লিক করে Modify এ যান তারপর value তে data এর ঘরে 1 দিন। রেজিস্ট্রি এডিটর বন্ধ করে স্টার্টমেন্যুতে গিয়ে যত খুশি লাইভ মেসেন্জার লগিন করুন। (লেখাটি আগে কেউ দিয়ে থাকতে পারেন। তবে এটা কপি পেস্ট না আবার মৌলিকও না। প্রয়োজনের তাগিদে গুগল এর মাধ্যমে খুঁজে নেয়া)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।