আমাদের কথা খুঁজে নিন

   

বিদ্যুৎ-সংযোগ ছাড়াই যোগাযোগের প্রযুক্তি

মানুষ বর্তমানে বাস করছে তথ্যপ্রযুক্তি ও যোগাযোগব্যবস্থার সর্বোচ্চ উৎকর্ষের যুগে। তার পরও রয়েছে কিছু সীমাবদ্ধতা। যেমন: মুঠোফোনের ব্যাটারির চার্জ ফুরিয়ে গেলেই যোগাযোগ অব্যাহত রাখা অসম্ভব হয়ে পড়ে। তবে এই সীমাবদ্ধতা দূর করতে মার্কিন গবেষকেরা এবার নিয়ে এসেছেন অ্যামবিয়েন্ট ব্যাকস্ক্যাটার নামের নতুন এক যোগাযোগব্যবস্থা। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি অ্যামবিয়েন্ট ব্যাকস্ক্যাটার প্রযুক্তির সাহায্যে কোনো ধরনের বৈদ্যুতিক সংযোগ বা তড়িৎকোষ (ব্যাটারি) প্রয়োজন হবে না।

তবে এই প্রযুক্তি চলবে বেতার তরঙ্গ, ওয়াই-ফাই, মুঠোফোনের নেটওয়ার্ক প্রভৃতি যোগাযোগব্যবস্থার সহায়তা নিয়ে। গবেষকদের আশা, নতুন উদ্ভাবিত এই যোগাযোগব্যবস্থা ‘বিভিন্ন বস্তুর মধ্যে ইন্টারনেটের’ (ইন্টারনেট অব থিংস) ধারণা বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে। এ ছাড়া পরিধানযোগ্য কম্পিউটার, স্মার্ট বাড়ি ও স্বনির্ভর সেন্সর নেটওয়ার্ক তৈরিতেও ব্যবহার করা যাবে অ্যামবিয়েন্ট ব্যাকস্ক্যাটার প্রযুক্তি। নতুন যোগাযোগব্যবস্থায় ব্যবহূত যন্ত্র থেকে পাঠানো তরঙ্গ বাতাসের মধ্য দিয়ে যাওয়ার সময় ভাসমান ওয়াই-ফাই, বেতার ও মুঠোফোনের নেটওয়ার্ক প্রভৃতি তরঙ্গ থেকে প্রয়োজনীয় শক্তি সংগ্রহ করে। আর এভাবেই একটি যন্ত্রের অ্যান্টেনা থেকে পাঠানো তরঙ্গ অপর যন্ত্রের অ্যান্টেনায় পৌঁছে এবং বিদ্যুৎ-সংযোগ ছাড়াই চলতে থাকে যোগাযোগ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।