আমি একজন সাধারণ ব্লগার। আজ জনকণ্ঠে তাকে নিয়ে তেলমিশ্রিত দুটি ছড়া ছাপিয়েছে। সেটা পড়ে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়লাম। আর সকালে ঢাকা বিশ্বিবদ্যালয়ে সংঘটিত ঘটনা উতোমধ্যে জেনে গেছৈন। তাই নিজের একটি অিভব্যাক্তি আপনাদের কাছের শেয়ার করলাম।
এখন আমার কাছে মনে হচ্ছে, নিমোক্ত ছড়া পড়ে ছাত্রলীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে একটি বিশেষ উপহার দিয়েছ। আপনিও তাই বলে মনে করেন কি???????????
ছাত্রলীগ আর যাই করক তাদের প্রাণপ্রিয় নেত্রীর ছবি পাড়ানো নিশ্চিতভাবেই তাদের উচিত হয়নি।
অনন্য জন্মদিন
নুরুন্নাহারশিরীন
আজ শুধু গানে গানে শুভেচ্ছা ছোঁয়ার দিন...
জনগণমনোনন্দিত অনন্য জন্মদিন।
নেত্রী তোমার ভয় কি আমরা রয়েছি যতদিন...
পিতার অভয় তোমার হৃদয় ছুঁয়ে আছে প্রতিদিন।
আজ কোটি হৃদয়ের ভালোবাসাদীপ জ্বেলেছি বাংলায়...
শত নৌকো ভাসিয়েছি গোমতিমেঘনাযমুনাপদ্মায়।
সূর্যকে বলেছি : জ্বলো...
প্রিয় বাংলায় ঝলোমলো।
পৃথিবীরে বলি : ভাগ্যিস, পিতার সুযোগ্য উত্তরসুরি
ধরেছেন বাংলাদেশের হাল যেন ছোট্ট ঘুড়ি!
নইলে যে চোরের দাপটে, অপালনে_
হৃদয় রক্তাক্ত রোজ সুখ যেন বনে!
আজ আবার এসেছে ফিরে ভয়কে জয়ের দিন_
আজ শুধু গানে-গানে শুভেচ্ছা ছোঁয়ার দিন।
জয়তু প্রধানমন্ত্রী
সারওয়ার-উল-ইসলাম
দু'হাজার আটে নৌকার পালে লেগেছিল সে কি হাওয়া!
বাবার যোগ্য উত্তরসূরি নেই কোনো নিজ চাওয়া।
বাবার মতন এই বাংলার দুখী মানুষের পাশে_
দাঁড়াবেন তিনি, স্বপ্নটা তাঁর দিনমান চোখে ভাসে।
দু'হাজার চারে একুশে আগস্ট গ্রেনেড ছুড়েছে খুনী
খোদার অশেষ রহমত ছিল প্রাণে বেঁচেছেন উনি।
ঘাতক মেরেছে বাবা-মাকে তাঁর ভাইয়েরা যায়নি বাদ
প্রতি আগস্টে সেই শোকে আজো কাঁদে ফুল-পাখি-চাঁদ।
বুকের ভেতর হাহাকার তাঁর প্রিয়জনহারা তিনি
বঙ্গবন্ধু শেখ মুজিবের কাছে এ বাংলা ঋণী।
এই বাংলার স্বাধীনতা আর গরিব-দুখীর মুখে_
হাসি ফোটাতেই বার বার তিনি দাঁড়িয়েছিলেন রম্নখে।
তাঁর চেতনাকে মুক্তিসেনারা ধারণ করেছে বুকে
লাল সবুজের পতাকাটা ওই পতপত ওড়ে সুখে।
জাতির পিতার যোগ্য কন্যা শেখ হাসিনার আজ_
জন্মতিথিতে পরিয়ে দিলাম লাল সবুজের তাজ।
এই বাংলার জনগণ আছে আপনার আগে পিছে
খুনীরা যতই চেষ্টা করম্নক পাবেন না ভয় মিছে।
আমরা তো আছি আপনার সাথে, জীবন তো একটাই
জাতির পিতার আদর্শ বুকে লাখ লাখ বোন-ভাই।
জয়তু প্রধানমন্ত্রী, হাসিনা আপনার জয় হোক
আপনার দিকে তাকিয়ে বাংলা আর বাংলার লোক।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।