আমার লেখালেখির ক্ষুদ্র প্রচেষ্টার আরেকটি ফসল।
(বি.দ্র: কবিতাটি বিশেষ একজনের জন্যে বিশেষ একটি দিনে লেখা )
ঋতু-কন্যা
এক শরতের আকাশ হবে আমার জন্যে নারী?
নীল শাড়ীতে খুঁজে নেবো আমার আকাশ,
আর তুমি হবে পূর্ণিমার রূপালী এক চাঁদ।
নদীর বুকে করবে খেলা ডিঙ্গি নায়ের বৈঠা হয়ে?
পাবে সোঁদা মাটির পাকা ধানের মাদক সুবাস,
ছড়িয়ে দেবো ভালোবাসার নবান্ন উচ্ছাস।
শিশির হয়ে ঝরবে নারী একটি ঘাসফুলে?
তৃষিত কোমল ঘাসফুল শুষে নেবে তোমায়,
জরিয়ে বুকে ওম দেবো প্রেমের উষ্ণতায়।
নারী, আমার জন্যে প্রকৃ্তির সাজে একটিবার সাজবে?
চোখ জুড়াবে সবুজের স্নিগ্ধ সমাবেশ,
আর মন জুড়াবে কুহুতানের আবেশ।
কালবোশেখীর ঝড় হবে নারী?
লন্ডভন্ড করে দেবে গেরস্থালী আমার,
শান্ত হলে সাজাবো আবার মায়াবী সংসার।
একটিবার ঝরবে নারী আমার চোখে বৃষ্টি হয়ে?
সিক্ত হবো শুদ্ধতার শীতল পরশে,
কাটবে সাঁতার কাজলদীঘির একটি বুনোহাঁস।
০৯.০৯.২০১০
রাত ১০:৪৫
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।