ভালো ..তবে কালো
সম্প্রতি ‘ভিডিও পড’ নামের একটি ভিডিও প্রজেক্টর উন্নয়নে কাজ করছে সেক্টর ল্যাব নামের প্রতিষ্ঠান। আর এই পড শব্দটির ব্যবহার করা নিয়েই আপত্তি জানিয়েছে অ্যাপল। এই শব্দটি নিজেদের দাবি করে মামলাও করেছে প্রতিষ্ঠানটি। খবর বিবিসি অনলাইনের।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, অ্যাপলের দাবির ভিত্তি হচ্ছে তাদের মিউজিক প্লেয়ারের জন্য ‘পড’ শব্দটি ব্যবহার করা হয়।
তাই অন্য কোনো প্রতিষ্ঠান একই নাম ব্যবহার করলে পণ্য নির্বাচনে অসুবিধা পড়বেন ভোক্তারা।
জানা গেছে,আদালত প্রতিষ্ঠান দুটিকে ‘পড’ শব্দটি ব্যবহারের প্রয়োজনীয় কাগজপত্র এ বছরের অক্টোবরের মধ্যে জমা দিতে বলেছে। অ্যাপল এরই মধ্যে ৮৭৩ পৃষ্ঠার একটি ফাইল আদালতে জমা দিয়েছে। আর অক্টোবরের প্রথম দিকে সেক্টর ল্যাব তাদের কাগজপত্র আদালতে জমা দেবে।
জানা গেছে, এই মামলার রায় দেবে ইউএস পেটেন্ট অফিস।
সেক্টর ল্যাবের আইনজীবি অ্যানা ক্রিস্টিন-এর বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ‘এই মামলা ‘পড’ শব্দটির ব্যবহার করা বিষয়টির চেয়েও গুরুত্বপূর্ণ’।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, সেক্টর ল্যাব ২০০৯ সালে ‘ভিডিও পড’ নামের ভিডিও প্রজেক্টর তৈরির ঘোষণা দিলে অ্যাপলের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।