আমাদের কথা খুঁজে নিন

   

হায় সূর্যোদয়!

পাখি এক্সপ্রেস

দেখি কত রঙ চশমার ফাঁকে নিউজপ্রিন্ট তোমাদের সিঁড়ির পর সিঁড়ি লিফটের পর লিফট। আসো কামড়ে দিই সুড়সুড়ি, আসো ফোটা ফোটা লালায় ভিজিয়ে দিই লাইনের পর লাইন, আসো কুত্তা লাইনে ভাদ্র মাসে বিলবোর্ড নেকাব লাজুক সূর্য; শুভ সূর্যোদয়! শুয়ে পড়ি, তুলে ধরি রাগদন্ড উঁচু দালান। আহ! উঠেছে; বিষ উঠেছে সিঁড়ির পাড়ে তোমার পেটে পলেস্তারায় জিব চালিয়ে সুড়সুড়িতে কামে কামে আসো আবার শুয়ে পড়ি উড়াল সেতু, ভেঙে পড়ি পাটের খেত ঢুকে পড়ি পেলাস্টিকের মাংস ছিঁড়ে পুতুল পুতুল বাসর ঘরে উঠে পড়ি খসে পড়ি ক্লান্ত দেহে বিশ্ব দেখি ভেজা ভেজা বিষও দেখি তোমার মতো সুরে সুরে কাম এসেছে, আহ(!) এসেছে, উহ(!) এসেছে স্তনের ফাঁকে ক্ষমা চাই তোর রক্ষা নাই। খাবো এবার উপর থেকে নীচে দিয়ে গড় গড়িয়ে রস পড়েছে রসে ভেজা যোনী শুকা আবার উঠা বিষে বিষে শীৎকারে। সাইনবোর্ডে যা বিলবোর্ডে যা রঙ বেরঙের ক্যারেকটারে কর্পোরেটে খাবো এবার তুলতুলিয়ে ফুলফুলিয়ে সিরামিকের উরু ফাঁকে এই যে গেলাম পুরো শহর হারিয়ে গেলাম ডুবে গেলাম মরে গেলাম!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।