আমাদের কথা খুঁজে নিন

   

আমার রাত পোহালো, শারদ প্রাতে...

. আমার নাইবা হলো পারে যাওয়া...
এসেছিলে তবু আস নাই জানায়ে গেলে সমুখের পথ দিয়ে পলাতকা ছায়া ফেলে... বারান্দার পাশেই পাশের বাড়ীর শিউলী গাছটা অজস্র ফুল ফুটিয়ে জানান দিচ্ছে শরৎ এলো। যদিও ঐ গাছে বারোমাস ফুল ফোটে। তবুও, শরৎ এলেই গাছটা ফুলে ফুলে ভরে যায়। মনের আনন্দে পাতাগুলো গুনগুনিয়ে যায়... ওলো শেফালি, ওলো শেফালি, আমার সবুজ ছায়ার প্রদোষে তুই জ্বালিস দীপালি। ভোরবেলা যখন হাটতে যেতাম, দুহাত ভরে শিউলি কুড়িয়ে নিয়ে আসতাম।

শিউলির গন্ধমাখা ভোরের তাজা বাতাস এবছর বুক ভরে নিতে পারিনি। কাজের জন্য ছুটোছুটির মাঝেও চোখে পড়েছে স্থল-পদ্মের গাছ গোলাপি ফুলে নত হয়ে আছে। মন বলে- পূজো এলো বলে--- ড্যাম কুড়কুড় ঢাকের আওয়াজ কানে না এলেও বুঝতে পারছি শারদীয় দুর্গোউৎসব আগত-প্রায়। মনে পড়ে ছেলেবেলা। মায়ের শাষন, বারন হাওয়ায় উড়িয়ে বার বার পূজো-মন্ডপে ছুটে যাওয়া।

মুগ্ধ নয়নে মনোহর সাজে পুত্র-কন্যা নিয়ে গরবিনী দুর্গাকে দেখতাম। নানারকম ফুলের ভিড়ে শিউলি, পদ্ম, স্থল-পদ্ম, এদের আধিক্যই নজড় কাড়তো। যে কারনে, দুর্গা-পূজ়ো বলতেই এ ফুলোগুলোর কথাই মনে পড়ে যায়। রুপবান কার্তিক, রুপবতী দু-কন্যা, লক্ষী আর স্বরস্বতীর পাশে হস্তীমুন্ডু গনেশ আর তার কলা-বৌএর জন্য আমার খুব দুঃখ হতো। আহারে! ওদের জন্য কোন অলংকার, সাজগোজের বাহার নেই!!! নানা রকম ফলমূল কেটে প্রসাদ বিতরন করা হতো।

হাত পেতে সে প্রসাদ খেলেও আলো-চাল, কলা, দুধ দিয়ে মাখানো ঐ চটচটে প্রসাদ কিছুতেই খেতাম না। দশমীর দিন বিষর্জনের সময় সবার সাথে সাথে আমারও মন ভার হয়ে যেতো। ছুটে যেতাম ব্রহ্মপুত্রের পাড়ে। করুন চোখে বিদায় দেখতাম। একটু পরেই অবশ্য মন খারাপের ভাব কেটে যেতো।

শিশু-মন শরৎএর আকাশের মত। কোন মেঘই তাতে দীর্ঘস্থায়ী হতে পারে না। শ্বশুরবাড়ীর পাড়া হিন্দু-প্রধান হওয়াতে পুজ়োর সময় অনেক ধুমধাম হতো। তখন সন্ধ্যার পর একবার মন্ডপে ঘুরে আসতাম। এখন পূজ়োর সেই আয়োজন চোখে পড়েনা।

বাতাসেও পূজ়োর গন্ধ ভেসে বেড়ায় না। সব যেন কেমন কৃত্তিমতায় ভরে গেছে। তবু পূজ়ো এলে মনে পড়ে শিউলি, পদ্ম, স্থল-পদ্ম এর কথা, পূজ়ো-বার্ষিকীর কথা, কদমা, বাতাসা, নকুলদানার কথা। অসাম্প্রদায়িক সেই সব মুক্ত, বড় মনের মানুষগুলোর কথা, তাঁদের ভালোবাসার কথা, উদারতার কথা। তাঁদের সেই শিক্ষার কথা।

আসন্ন শারদীয় দুর্গাৎসবে সবাইকে জানাই শারদীয় শুভেচ্ছা।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।