আমাদের কথা খুঁজে নিন

   

গীতিকবিতা-১

স্বপ্নাহত চিল ... মেঘের ভাজে খুঁজে বেড়ায়... তোমার আমার মিল...

এ নদী এমন নদী যদি সে হারায় গতি তুমি কী রইবে নিরব মেনে নিয়ে এমন ক্ষতি? এ নদী রাত্রি হলেই ঘুঙ্গুর বাজায় কষ্ট পোড়ায় এ নদী নতুন ভোরের স্বপ্ন দেখায় বাঁচতে শেখায়। এ নদীর দুকূল ছেপে ঢেউয়ে ঢেউয়ে ছন্দ জাগে নদীর বুকে পাল উড়ায়ে মাঝি তার ভাসায় তরী।। এ নদীর চিত্ত জুড়ে বিত্ত কত নৃত্য করে এ নদী কত প্রেমিক মনকে আজো সিক্ত করে। এ নদীর জীবন যাপন যেনো এক নারীর মতন বুকে দুখ চেপে রেখে দু’চোখে আঁকে স্বপন।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।