আমাদের কথা খুঁজে নিন

   

De-illumination ও অনিবার্য

সামু কি ছিল, আর কি হয়ে গেল !
এটি একটি গান গিভ এওয়ে পোস্ট, ভালো লাগলে অবশ্যই অ্যালবামটা কিনবেন। গানঃ অনিবার্য ব্যান্ডঃ ডি-ইলুমিনাশন অ্যালবামঃ অনিবার্য হাতে সময় অজানা রয় নিয়তি হাসে সঞ্চয়ের পাহাড়ে সোনা রোদে, কাদা জলে বেদনা বাড়ে মায়ায় জড়ালে অমরত্বের স্বপ্নটা হারালে অতৃপ্তি অসমাপ্তি রয়ে যায় কাদায় অনিবার্য বঞ্ছনায়। সময় নাই, কবর চাই আমার এ রঙ্গিন পৃথিবী কোন ভুলে হারাই দিনে ঘুমাই, রাতে ঘুমাই জেগে ঘুমাই স্বপ্নে বিভোর হয়ে প্রতি দমে সময় কমে চাওয়ারা বাড়ে আর টানে শেষকৃত্যের অনাড়ম্বড় সাজ ভুলে মোহমুক্তির যত সত্য আড়ালে মহাবিশ্বের উপসংহার ভুলে অতৃপ্ত অসমাপ্তি নিয়ে আমিও আছি সবার মাঝখানে আমিও বাঁচি সুখের সন্ধানে নেই ভয়, কি হয়, সময় ফুরালে বিদ্যুত খেলছে কালো আকাশে শকুনরা উড়ছে পোড়া বাতাসে দেবদুত আসছে আর হাসছে আমার পৃথিবী থরথর কাপছে আমার সব হারাই সময় নাই, কবর চাই আমার এ রঙ্গিন পৃথিবী কোন ভুলে হারাই কথা ও সুরঃ শামস গানটি শুনতে এখানে ক্লিক করুন
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।