আমাদের কথা খুঁজে নিন

   

মন ভাংগা কি একটি আর্ট??!!

I reclaim my life...

পূর্ব নোট: আমি কিন্তু লুল নই! উল্টা সাংঘাতিক শাই। ল্যাব জয়েন করার পর প্রথমেই যে কাজটা করা নিজের অজান্তেই হয়ে যায় তা হলো পুরো ফ্লোরের সুন্দরীদের একটি তালিকা ও তাদের স্ট্যাটাস জানা! (ন্যাচারাল রিফ্লেক্সের মত, এটা কিন্তু লুলামি না! ) পুরো ফ্লোরের সুন্দরীদের মধ্যে নিকোলাকে দেখে মনে হলো যে এরকম সুন্দরী শুধু থিওরিটিকালী হওয়া সম্ভব, বাস্তবে নয়। যেরকম ফিগার তেমনি সুন্দর হাসি। সবচেয়ে সুন্দর লাগতো তার শিশুসুলভ হাসি দেখলে! মোহনীয় আর কমনীয়। গভীর নীলনয়নের সাথে শুধু সমুদ্রের তুলনা হতে পারে! কথা আর হাসি দেখলে মনে হয় যেনো ছোট্ট একটা পাখি।

পরিচয় হওয়ার সময় হ্যান্ডশেকের সৌভাগ্য হলো। তুলতুলে নরম, উষ্ম ও আন্তরিক। কিন্তু হায়! ....এই মুগ্ধতা শেষ হতে খুব বেশি দেরি হলো না। লকারে ব্যাগ রাখতে গিয়ে দেখি ওর লকার ও আমার লকার পাশাপাশি। কমেন্ট করলাম যে আমরা এখন থেকে প্রতিবেশি।

ওর লকার সর্ববামে, তাই উপর ও নীচের লকার দেখিয়ে বলল যে, ওরাও তার প্রতিবেশী!! তারপরও বল্লাম যে আমি কিন্তু তার বেশী কাছের। হেসে বলল যে, তা ঠিক। দুইদিন পরেই তার প্রেজেন্টেশন। সেদিন আগেই সব কাজ শেষ করে চলে গেলাম তার প্রেজেন্টেশন দেখতে। তাকিয়ে দেখি সব নবাগত তরুনই আজ হাজির।

প্রথমেই তার পরিচয় দিয়ে শুরু করল; তারপর বলল যে তার একটি বয়ফ্রেন্ড আছে। তবে তার ছোটো বোন নাকি এখনো ফ্রী। না মিলা তু যো তো কেয়া করনা ভালা সারা সংসার দেকে? নাহীঈঈঈঈঈঈঈ.....................তাতে আমার কী। আমিতো তারেই ভালা পাই! জানিনা বাকি তরুনদের(২ জন) কি অবস্হা! তাকিয়ে দেখি মলিন বদন! কি সুন্দর করে সব নবাগতদের জানিয়ে দিল তার স্ট্যাটাস। একটুও ভাবল না তার কনসিকোয়েন্স! হয়তবা এটা তার রুটিনওয়ার্ক; মৌমাছির ভীড় কমানোর জন্য! ভাবলাম এটাই ভালো! সব সুন্দরী যদি এমন অকপট হতো, তাহলে কত যুবকের জীবন কত সহজই না হয়ে যেতো!!! সব মেয়েই যদি এই রুল ফলো করত!


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।