আমাদের কথা খুঁজে নিন

   

রং ও নাম্বার পরিবর্তন ভারতীয় ট্রাক আটক



বেনাপোল বন্দর এলাকায় রং ও নাম্বার পরিবর্তন করে বাংলাদেশি হিসেবে রূপ দেওয়া একটি ভারতীয় ট্রাককে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ ও বিডিআর। বেনাপোল পোর্ট থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহাদত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিডিআর ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে বেনাপোলের শিকড়ি এলাকা থেকে ভারতীয় ওই ট্রাকটি আটক করে। এ সময় পরীা করে দেখা যায় ট্রাকের ভারতীয় নাম্বার পরিবর্তন করে বাংলাদেশী নাম্বার (খুলনা মেট্রো ট ১১-০৯৯৩) বসানো হয়েছে। এএসআই শাহাদত জানান, ভারত থেকে আমদানি পণ্য নিয়ে আসা ওই ট্রাকটি বৃহস্পতিবার বেনাপোল বন্দরে পণ্য খালাস করে। তিনি বলেন, ‘ধারণা করা হচ্ছে রাতের আঁধারে একটি চোরাকারবারি চক্র ট্রাকের রং ও নাম্বার প্লেট পরিবর্তন করে। এরপর শুক্রবার সকালে ট্রাকটিকে বন্দর থেকে বের করে ছোটআঁচড়া-বারপোতা সড়ক দিয়ে দেশের কোনও জেলায় নিয়ে যাচ্ছিল তারা।’

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।