ফেসবুক সংগ্রহ সরকারের পরিবেশ সমীক্ষাতেই স্বীকার করা হয়েছে এভাবে সুন্দরবনের ভেতর দিয়ে কয়লা পরিবহনকারী জাহাজ চলাচল করার ফলে ১ / কয়লা পরিবহনকারী জাহাজ ও কয়লা লোড আনলোড করার যন্ত্রপাতি থেকে দিনরাত ব্যাপক শব্দ দূষণ হবে / ২ / রাতে জাহাজ চলার সময় জাহাজের সার্চ লাইটের আলো নিশাচর প্রাণীসহ সংরক্ষিত বনাঞ্চল সুন্দরবনের পশু পাখির জীবন চক্রের উপর মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলবে / ৩ / কয়লা পরিবহনকারী জাহাজ থেকে কয়লার গুঁড়া ভাঙা টুকরো কয়লা তেল ময়লা আবর্জনা জাহাজের দূষিত পানিসহ বিপুল পরিমাণ বর্জ্য নিঃসৃত হয়ে নদী খাল মাটিসহ গোটা সুন্দরবন দূষিত করে ফেলবে / ৪ / সুন্দরবনের ভেতরে আকরাম পয়েন্টে বড় জাহাজ থেকে ছোট জাহাজে কয়লা উঠানো নামানোর সময় কয়লার গুঁড়া ভাঙা কয়লা পানিতে মাটিতে পড়ে বাতাসে মিশে মাটিতে মিশে ব্যাপক পানি বায়ু দূষণ ঘটাবে / ৫ / চলাচলকারী জাহাজের ঢেউয়ে দুইপাশের তীরের ভূমি ক্ষয় হবে / আমি সেলিব্রেটি না / আমি ডাকলে হাজার মানুষ মাঠে ভিড় করবেনা / আর হাজার অংকের মানুষ সরকারের কাছে ময়লা যেখানে লাখো মানুষের সমাবেশ ভণ্ডুল করে দিতে পারে ১০ মিনিটে / সুতরাং যথাশিঘ্র প্রয়োজন উপরের সচেতন মহলের দৃষ্টি আকর্ষণ / যে যার অবস্থান থেকে দেশ এবং দেশের বাইরে নিজ নিজ উদ্যোগে প্রতিবাদ চালিয়ে যান / বাংলাদেশের মানবাধিকার কর্মীরা রানা প্লাজার চিপায় পড়ছে এটা জানি কিন্তু পরিবেশ আন্দোলনকারীরা কইরে ভাই / ? / সব কি একসাথে আওয়ামিডাইল খাইয়া ঘুম পাড়তাছে / জেগে উঠো বাঙালি /
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।