আমাদের কথা খুঁজে নিন

   

ডাউনলোড করুন:Basic Teachings Of Great Philosophers:A Survey of Their Basic Ideas

বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুর্ন হউক, পূর্ন হউক, পূর্ন হ্‌উক, হে ভগবান। রবীন্দ্রনাথ

দার্শনিকেরা সাধারনত unconventional wisdom নিয়ে চর্চা করেন; যার প্রতি সাধারণ মানুষ তেমন আগ্রহ বোধ করে না। তা সত্ত্বেও অস্বীকার করার উপায় নেই যে-জীবনের মৌল বিষয়ের সঙ্গে দর্শনচর্চা নিবিড়ভাবে জড়িত। কোনও সামাজিক আন্দোলন কিংবা বৈজ্ঞানিক আবিস্কারের পিছনে অনেক সময়ই দর্শনের চর্চা সক্রিয় ভূমিকা পালন করে ।

কখনও কখনও একটি অপরটি ব্যতীত সম্ভব হয়ে ওঠে না। আর এসব কারণেই দার্শনিক চিন্তাভাবনার প্রতি অনেকেই গভীর কৌতূহল বোধ করে। এবং এ ক্ষেত্রে S.E. Frost, Jr.-এর Basic Teachings Of Great Philosophers: A Survey of Their Basic Ideas একটি অসাধারণ গ্রন্থ। একাদশ অধ্যায়ে বিভক্ত এ গ্রন্থে বিশ্বপ্রকৃতির সরূপ,বিশ্বজগতে মানুষের অবস্থান,শুভ ও অশুভ, ঈশ্বরের সরূপ,নিয়তি ও স্বাধীন ইচ্ছা, আত্মা ও অমরত্ম, রাষ্ট্র ও ব্যক্তি ইত্যাদি সম্বন্ধে প্রাচীন ও আধুনিক সময়ের প্রখ্যাত দার্শনিকবৃন্দের ভাবনা প্রাঞ্জল ভাষায় তুলে ধরা হয়েছে। দর্শনে আগ্রহী পাঠক-পাঠিকার জন্য একটি প্রয়োজনীয় গ্রন্থ।

S.E. Frost, Jr.-এর Basic Teachings Of Great Philosophers: A Survey of Their Basic Ideas বইটির ডাউনলোড লিঙ্ক http://www.mediafire.com/?5espa6owiugnzr1

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।