Somaoy Nai, Kaj Chai
গতকাল জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকারদলীয় সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলালের তারকা চিহ্নিত (১১৫ নং) প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী সংসদকে জানান, ১৯৭০ সালের নির্বাচনে ময়মনসিংহ থেকে বিজয়ী নুরুল আমিন ও পার্বত্য চট্টগ্রাম থেকে মেজর রাজা ত্রিদিব রায় বিদেশি রাষ্ট্র অর্থাত্ পাকিস্তানের প্রতি আনুগত্য প্রকাশ করার কারণে তারা কখনোই বাংলাদেশ গণপরিষদ সদস্য ছিলেন না। এছাড়া ১৯৭১ সালের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধবিরোধী কর্মকাণ্ডের জন্য ’৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের হয়ে নির্বাচিত মোট ৪৩ জন গণপরিষদ সদস্যকে আওয়ামী লীগ রাজনৈতিক দল থেকে বহিষ্কার করে। বহিষ্কৃতরা হচ্ছেন, মো. হাবিবুর রহমান, সৈয়দ হোসেন মনসুর, মো. আবদুল গফ্ফার, আবুল কালাম ফয়জুল হক, এবিএম নুরুল ইসলাম, আমজাদ হোসেন খান, মো. নুরুল ইসলাম, জহির উদ্দিন, মো. ওবায়দুল্লাহ মজুমদার, একেএম মাহাবুবুল ইসলাম, মো. সাঈদ, মোশাররফ হোসেন, আক্তারুজ্জামান, সৈয়দ বদরুজ্জামান, ডা. আবুল হাশেম, অধ্যাপক শামসুল হক, মো. আবদুল বারেক, ডা. আজহার উদ্দিন আহমেদ, গোলাম আহাদ চৌধুরী, এ হাদী তালুকদার, আদিল উদ্দিন আহমেদ অ্যাডভোকেট, মুজিবুর রহমান তালুকদার, শামসুদ্দিন আহমেদ, খন্দকার আবদুল মালেক প্রকাশ শহীদুল্লাহ, ডা. আবু সোলায়মান মণ্ডল, ডা. জাহিদুর রহমান, তাহেরুল ইসলাম খান, রিয়াজ উদ্দিন আহম্মদ, মো. আবদুস সালাম, কেবিএম আবু হেনা, জহুরুল হক, মোশাররফ হোসেন, হাবিবুর রহমান খান, কাজী হেদায়েত হোসেন, আবদুল হাকিম মাস্টার, মো. সাজেদ আলী মিয়া, মাসুদ আহমেদ চৌধুরী, ডা. কাজী সিরাজউদ্দিন আহমেদ, গোলাম মহিউদ্দিন আহমেদ, মোহাম্মদ হাশেম, এম সাখাওয়াতুল্লাহ অ্যাডভোকেট, মীর্জা আবু মনসুর এবং আখতারুজ্জামান চৌধুরী।
লিংক দেখুন Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।