আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের যত Pro-গতিশীল ব্লগার

স্বপ্নাহত চিল ... মেঘের ভাজে খুঁজে বেড়ায়... তোমার আমার মিল...

ব্লগিং এ লেখালেখির জগতে আমি নতুন। কিন্তু তার মানে এই না যে ব্লগ এ নতুন, লিখতে ভয় পাই এই আর কী! এখানে যে বিষয়টি আমার সবচেয়ে বেশি মজা লাগল তা হলো এখানকার তথাকথিত, অতি পরিচিত প্রগতিশীল ব্লগারদের Pro-গতিশীলতার ধরন দেখে! নাম উল্লেখ করবো না, কিন্তু সবচেয়ে নিদারুন সত্য হলো, এই সকল Pro-গতিশীল ব্লগারদের অধিকাংশেরই সামাজিক কার্যক্রম ও তাতে অংশগ্রহন নেই বললেই চলে (কিছু ব্যতিক্রম প্রগতিশীল ব্লগার এই সমালোচনার আওতায় পড়েন না, যদিও সংখায় তারা নগন্য!)। তাদের সকল রকম প্রগতিশীলতা, তার জন্য লড়াই কী এক অদ্ভুত কারণে এই ব্লগ নামক আন্ত:জালিক প্রক্রিয়াতেই সীমাবদ্ধ। কিন্তু সমাজের উন্নয়নে, তার সার্বিক বিনির্মানে এই ধরনের Pro-গতিশীলতার চর্চা খুব বেশি ভূমিকা রাখতে সক্ষম নয় বলেই আমার ব্যক্তিগত ধারনা। ব্যক্তিগত জীবনে যুক্তির ও জ্ঞানের চর্চা দরকার অবশ্যই রয়েছে, নিজের মেধাকে বিকশিত করার প্রয়োজনও রয়েছে; কিন্তু সেই বিকশিত মেধা, যুক্তি ও জ্ঞান যদি সমাজকে বিকশিত নাই করতে পারে, তবে তা শেষ পর্যন্ত ঐ ব্যক্তির মেধা, যুক্তি ও জ্ঞানকেই প্রশ্নবিদ্ধ করবে, তার যথার্থতার ব্যাপারে অন্যদেরকেও সন্দিহান করে তুলবে। একারণে ব্লগে অবস্থানকারী সকল Pro-গতিশীল ব্লগারদের সত্যিকারভাবেই (আন্ত:জালিক ও সামাজিক উভয় ক্ষেত্রেই) প্রগতিশীল হওয়ার, নিদেনপক্ষে তার চেষ্টা করা অত্যন্ত জরুরি। সেই দিনের প্রতিক্ষায় রইলাম। ধন্যবাদ সবাইকে (যারা এতক্ষনধরে এই শিশুসুলভ লেখাটি পড়লেন)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।