আমাদের কথা খুঁজে নিন

   

ঈদে সরেজমিনে মন্ত্রী-এমপি যা দেখে এলেন

হট নিউজ

জনকণ্ঠের ১৪ সেপ্টেম্বর সংখ্যায় ‘ঈদে সরেজমিনে মন্ত্রী-এমপি যা দেখে এলেন তা সুখকর নয়' শিরোনামে একটি রিপোর্ট মুদ্রিত হয়েছে। রিপোর্টে বলা হয় : ঈদের আনন্দ ভাগাভাগি করতে নির্বাচনী এলাকায় গিয়ে মাঠের প্রকৃত চিত্র দেখে এলেন সরকারের মন্ত্রী-এমপি-নেতারা। তবে বাস্তবে সেই চিত্র তাদের কিংবা সরকারের জন্য মোটেও সুখবর নয়। বিদ্যুৎ সমস্যা, দ্রব্যমূল্যসহ নানা সংকট নিয়ে ভোটারদের এন্তার অভিযোগ ও অনিয়মের প্রশ্নবাণে জর্জরিত হতে হয়েছে তাদের। একইসঙ্গে সরকারের ২১ মাসে সারাদেশে তৃণমূল পর্যায়ে সংগঠনের নাজুক অবস্থার চিত্রও ধরা পড়েছে নেতাদের সামনে।

মাঠের অবস্থা যে মোটেও ততটা ভাল নয়, ঈদ করতে গিয়ে এবার তা স্পষ্টই উপলব্ধি করেছেন মন্ত্রী, এমপি ও শীর্ষস্থানীয় নেতারা। নির্বাচনী এলাকায় জাকাত, দান-খয়রাত ও ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি এবার ঈদের তিন দিনের ছুটিতে নিজ নিজ নির্বাচনী এলাকায় গিয়ে কিছুটা ভিন্ন পরিস্থিতির মোকাবিলা করতে হয়েছে ক্ষমতাসীন দলের মন্ত্রী-এমপি-নেতাদের। মানুষের দুঃখ-কষ্ট-অভাব-অভিযোগ জানতে গিয়ে ভালমন্দ দু'রকম চিত্রই ধরা পড়েছে তাদের সামনে। ক্ষমতায় আসার পর দেশে অনেক স্থানেই সংগঠনের চেইন-অব কমান্ড ভেঙ্গে পড়া এবং সাংগঠনিক কর্মকান্ডের পরিবর্তে তৃণমূল নেতা-কর্মীদের ক্ষমতাকে অপব্যবহার করে নিজেদের আর্থিক লাভবানের প্রতিযোগিতায় জড়িয়ে পড়ার উদ্বেগজনক চিত্রও ধরা পড়েছে এসব জনপ্রতিনিধির সামনে। বিশেষ করে সরকারের গত একুশ মাসে দেশের বেশিরভাগ স্থানেই দলের অভ্যন্তরীণ দ্বনদ্ব-কোন্দল, কিছু নেতা-কর্মীর প্রকাশ্যে টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখল, সন্ত্রাসী-মস্তানীসহ নানা অপকর্মের সঙ্গে জড়িয়ে পরার অভিযোগ সামাল দিতে হিমসিম খেতে হয়েছে সরকারের নীতি-নির্ধারকদের।

ঈদের তিন দিনের ছুটিতে কোন্দল-দ্বনদ্ব মেটাতেই অধিক সময় ব্যয় করতে হয়েছে তাদের। নির্বাচনী এলাকায় ঈদ করে ফিরে আসা বেশ কিছু এমপি-নেতার সঙ্গে আলাপচারিতায় মাঠের এমন চিত্র জানা গেছে। জনকণ্ঠের রিপোর্টে বলা হয়েছে, ঈদে মাঠপর্যায়ে সরেজমিনে মন্ত্রী-এমপিরা যা দেখে এলেন তা তাদের এবং সরকারের জন্য মোটেই সুখকর নয়। আসলে মাঠ পর্যায়ে তথা দেশব্যাপী সরকারি দলের নেতা-কর্মীরা যেসব কর্মকান্ড করে বেড়াচ্ছেন তা সরকার ও দলের জন্য এক অশনী-সংকেত। সরকারি দলের নেতা-কর্মীদের তৎপরতায় যদি জনগণের দুঃখ বাড়ে, তাতে সরকারের সুখ দীর্ঘস্থায়ী হতে পারে না।

সরকার নির্বাচনী ইশতেহারে সুশাসনসহ জনকল্যাণের যেসব অঙ্গীকার ঘোষণা করেছিল এখন তার বাস্তবায়ন লক্ষ্য করা যাচ্ছে না। বরং সরকার ও সরকারিদলের অগণতান্ত্রিক ও স্বৈরতান্ত্রিক আচরণে শুধু যে জনগণের আশাভঙ্গ হয়েছে তা নয়, ক্রমেই ঘনীভূত হচ্ছে ক্ষোভ ও হতাশার মাত্রা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।