আমাদের কথা খুঁজে নিন

   

তুমি কত বদলে গেছো হৈমি

কবিতার ছেলে।

একদিন তোমায় খুজেছিলাম এই বাংলায় আর এখন আমি তোমাতেই খুজি বাঙ্গালিয়ানা। একদিন তুমি ছিলে নির্জীব নিস্প্রান শুধুই একটা অস্তিত্ব আর এখন তুমি কত প্রকটভাবে বাস্তব। ভাবতেই অবাগ হয়ে যাই। তুমি কত বদলে গেছো হৈমি, নাহলে হয়তো বদলে গেছি আমি নিজেই।

তুমি তখনও কপালে লাল টিঁপ টা পরনাই অথচ তোমার এলোমেলো চুলে ঢাকা ললাট ভরে যেন ডুবন্ত সুর্য দেখেছিলাম আমি। তুমি তখনও রবীন্দ্র শোনো নাই অথচ তোমার মনের জানালাটায় বসে ছিল কেবল একটা পাখি, যে নিছক আবেগের গান গাইতো। অথচ তোমার কন্ঠে যে বুলি আমি শুনেছিলাম - তা ছিল অমৃত। তুমি কত বদলে গেছো হৈমি, হয়তো বদলে গেছি আমি নিজেই। সরলতার প্রতীমায় কিংবা বিশালতার উপমায় তোমাকে চাই না আমি কেননা প্রতীমা ভেঙ্গে যায় উপমা লাঙ্ঘানও হয়।

তুমি আমার কাছে একজন অনন্য। নিছক অন্যরুপে আমার হৃদয়ের প্রাণ। তুমি কত বদলে গেছো হৈমি, নাহলে হয়ত বদলে গেছি আমি নিজেই। আরশোলার তারকাপুঞ্জ চোখের দিকে তাকিয়ে তাই আমি ভাবতে থাকি সারাক্ষণ তুমি কত বদলে গেছো।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।