Life is a Target.... Life is a Mission...
আজ অনেকদিন পর সামুতে বসলাম। নানা ব্যস্ততা,ঝামেলা আর পড়াশোনার চাপে সময় হয়ে ওঠে না। কিন্তু আজ একটু সময় পেলাম তাই হুট করেই বসে গেলাম কস্পিউটারের সামনে। আর শুরু, কিন্তু বসার পর দেখছি মাথা থেকে কিছুই আসছে না। কিন্তু কেন আসছে না.....??????? মেজাজ খারাপ হয়ে গেল, আর মাথা গেল বিগড়ে।
কি করি, মাথা তো আর কাজ করছে না। তাই লেখার কলেবর এতো সংক্ষিপ্ত, এতো সীমাবদ্ধতায় আবদ্ধ। তবুও ভালো লাগছে কারণ কিছু না কিছু তো লিখতে পেরেছি তো। হা হা হা.............. তাই বলে পাঠকরা আপনারা কিন্তু মেজাজ খারাপ করবেন না। লিখে যান পুরোদমে।
কেমন...??
পরীক্ষা চলছে। তবুও মনের ঝোঁকে বসে গেলাম লিখতে। মনটা যেন চাইছে কিছু একটা লিখতে। কিন্তু কি লিখবো, কিভাবে লিখবো; কিছুই কাজ করছে না এই মাথায়। মস্তিষ্কটা যেন হঠাৎ করে কেমন জানি হয়ে গেছে।
ক্রমশই সক্রিয় থেকে নিষ্ক্রীয়তার দিকেই ধাব্তি হচ্ছে। হয়তোবা পরীক্ষার চাপে আছি, সেজন্য বোধ হয় এমনটি হচ্ছে। হলে হতেও পারে। আবার নাও হতে পারে। বলা যায় না।
তবে সবাই দোয়া করবেন....... যাই তাহলে এখন উঠি পড়তে বসতে হবে। বাই বাই, টাটা। আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।