আমাদের কথা খুঁজে নিন

   

উলট পালট পিনিক-ঝিলিক

কাতর প্রভাত যাতনা ভারে যখনই হইবে ভারী, এক পেয়ালা কুয়াশা তুলিয়া চলিব রাতের বাড়ি।

ভর দুপুরে প্রখর রোদে বৃষ্টি এলো ঝেঁপে, ঘুর বাতাসে পাতা নড়ে না গাছ গুলো যায় কেঁপে। আকাশ ভর্তি লক্ষ তারা দেখি বিকেল বেলা, সাগর পথে চলছে গাড়ি রাজপথেতে ভেলা। রাতের বেলা বাঁশ বাগানে আলোয় ঝলোমল, শূন্য নদী মাঠে ঘাটে জলের টলোমল। দুহাতে সব হাটছে মানুষ আকাশ দিকে পায়, ভোর বেলাতে চাঁদের আলো পরলো আমার গায়।

কর্মপথে ছুটছে নারী অবলা পুরুষ ঘরে, খেলছে বুড়ো মাঠে ঘাটে সকল শিশুর তরে। পথের বাঁকে এদিক সেদিক দল বেঁধে সব মেয়ে, দেখলে কোনো ছেলে থাকে ফ্যালফেলিয়ে চেয়ে। সবি যেনো উলটে গেছে পালটে গেছে দিন, স্কুল, কলেজ শপিং মলে চলছে ইভটিজিং। অ্যাডামটিজিং এর স্বীকার হয়ে ছেলেরা অসহায়, জীবন প্রদীপ মুছে দিয়ে তারা মুক্তি চায়। বখাটে মেয়েদের উৎপাত বেড়েছে ভীষন হারে, এখনতো ভাই কেউ কারো নয় জগৎ সংসারে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।