আমাদের কথা খুঁজে নিন

   

মিঠু'স প্যাঁচাল-৬.................................

বাংলা আমার...................

মনে কিযে জ্বালা দিল পুড়ে তাই কালা দিলাম বকুল মালা সে নাকি মোর খালা !!! কান টেনে কয় খালা ভাইগনা এবার পালা কাঁধে নে তোর ঝোলা তুই জাহান্নামের পোলা । মনের দুঃখে বলি ফেরত দেন ফুল-কলি পাশের বাড়ী'র জলি তাকেই দেবো কলি। খালা তাইলে চলি মনে তবুও বলি নাম কেন মোর ছলি বিরহে তাই জ্বলি । কলিং বেলটা চাপি ভয়ে কেন কাঁপি ঝাটা হাতে কাকি অপমান কি বাকি ? কান ধরে তাই বলি করবো না প্রেম চলি হঠাৎ দেখি মলি শেষ বার তাকেই বলি । । । --------------------------------- ----------------------- -------------- স্বপ্নবাজ মতিউর রহমান মিঠু বনশ্রী, রামপুরা, ঢাকা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।