আমাদের কথা খুঁজে নিন

   

ওরে কে আছিস আমাকে ধর, এরার কান্ড দেইখা হাসতে হাসতে আমার জান শেষ ........

আমি বাংলার গান গাই

সরকার সিএনজি অটো রিকশার নতুন ভাড়া নির্ধারন করতে যাচ্ছে। বর্তমান রেট মিটারে ২ কি:মি: = ১৪ টাকা + মিটার টেম্পারীং পরিবর্তিত রেট মিটারে ( ২৫ টাকা + মিটার টেম্পারীং) বর্তমানে চুক্তিতে ৫০ টাকার ভাড়া ১৫০ টাকা ( দুরত্ব - স্থান মিরপুর ২ টু স্কয়ার হসপিটাল ) পরিবর্তিত চুক্তির রেট ( অনুমান করে নিন) ..................... এমনিতেই সিএনজি পেতে পাবলিকের জান শেষ তারউপর ভাড়া বৃদ্ধি কইরা পাবলিকের কষ্ট লাঘবের চেষ্টা। ওরে কে আছিস আমাকে ধর, এরার কান্ড দেইখা হাসতে হাসতে আমার জান শেষ ........ ভাইবা দেখছেন পাবলিককে কোথা দিয়ে বাশ দিছে ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।