লিখতে পারি আরও বিষাদের কবিতা এই রাত্রে।
যেমন লিখি : "রাত্রিটা নক্ষত্রখচিত,
দূরে, অনেক দূরে নীল তারাগুলো কাঁপছে। "
রাত্রির বাতাস বাঁক নেয় আকাশে আর গান গায়।
লিখতে পারি আরও বিষাদের কবিতা এই রাত্রে।
আমি তাকে চেয়েছিলাম,এবং কখনও সে-ও আমাকে।
রাত্রিগুলোতে যেন তাকে পেতাম আমার দু'বাহুর বন্ধনে।
কতবার চুম্বন করতাম তাকে অনন্ত আকাশের নীচে।
সে আমাকে চেয়েছিল, কখনও আমি তাকে।
কী করে থাকা যায় তার দীঘল চোখ দুটিকে
ভালো না বেসে।
লিখতে পারি আরও বিষাদের কবিতা এই রাত্রে।
ভাবি তাকে পাইনি; মনে হয় তাকে হারিয়েছি।
শোন রাত্রি ভারাক্রান্ত, তার বিহনে ভারাক্রান্ত।
আর কবিতা ঝরে পড়ে আত্মায়,যেমন ঘাসে পড়ে শিশির।
তাতে কি যদি আমার ভালবাসা তাকে ধরে রাখতে না পারে।
রাত্রি নক্ষত্রখচিত এবং সে নেই আমার সাথে।
আমি আর তাকে ভালবাসি না, এটা নিশ্চিত।
কিন্তু কী ভালই না বেসেছিলাম তাকে
আমার কণ্ঠস্বর খুঁজে বেড়াত বাতাস
তার শ্রুতিকে ছোঁয়ার জন্য।
যদিও তার থেকে পাওয়া এটাই আমার শেষতম ব্যথা,
আর এটাই শেষতম কবিতা যা তাকে লিখছি আমি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।