@তোরাশ - চমতকার লিংক.. প্রায় সবগুলিই জানা. আরেকটা ব্যাপার জানাই. বিএনপি তার প্রথম আমলে ফ্রি ইন্টারনেটের লাইন নেয়নি, তার সম্ভাব্য কারন হতে পারে তখন ভারতও তথ্যপ্রযুক্তি ব্যাবসায় নামার জন্য বিশাল অংকের ইনভেস্ট করছিল সাবমেরিন কেবল ও তথ্য প্রযুক্তি শিক্ষার জন্য. তখন বাংলাদেশ যদি সাবমেরিন কেবলের আওতায় আসত তবে এদেশেই ব্যাপক হারে তথ্যপ্রযুক্তি ভিত্তিক সার্ভিসের সংখ্যা বাড়ত এবং এদেশেই গড়ে উঠত কল সেন্টার ও আউটসোর্সিং কম্পানিগুলি. কারন বাঙ্গালীদের ইংরেজী এডাপটেশন ক্যাপাবিলিটি ভারতীয়দের থেকে বেশি এবং কর্মী ও তথ্যপ্রযুক্তিবিদদের রেটও কম. যেহেতু খালেদা ভারতকে হেডস্টার্ট দেয়ার জন্য টিসিবি বন্ধ করেছিল কাজেই তার জন্য ভারতকে সুবিধা দেয়ার লক্ষে ফ্রি নেট কানেশন থেকে বাঙ্গালীকে বন্চিত করা মোটেও অস্বাভাবিক নয়.
এখন আম্বুলীগের দৌরাত্ম বেশি দেখে তাদের আস্ফালনের প্রতিবাদে আম্বু িবরোধিতা বেশি হলেও আম্বুর জায়গায় খালেদা থাকলে তারও এই একই অবস্হা হত. বিম্পি ভারতবিদ্বেষকে কাজে লাগায় কিন্তু ভারতের প্রতি তারা কার্যবিশেষে আম্বুদের থেকেও বেশি নতজানু.
সিজনাল ও অন্ধ ভারতবিদ্বেষীদের থেকে সাবধান থাকুন ঠিক যেভাবে ভারতের দালালদের থেকে সাবধান থাকা উচিত.
----------------------------------------------------------------------------------
ছাগুরাই যখন এসব স্বীকার করে চলছে তখন আমব্লগারের আর কিই বা করার আছে। ছাগুরাই প্রকৃতপক্ষে ভারতীয় দালাল- ভাদা, ভাকুর। এদের গদামের উপর রাখুন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।