আমাদের কথা খুঁজে নিন

   

আনন্দশঙ্কর-এর কয়েকটি কম্পোজিশন

বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুর্ন হউক, পূর্ন হউক, পূর্ন হ্‌উক, হে ভগবান। রবীন্দ্রনাথ
আনন্দশঙ্কর । (১১ ডিসেম্বর ১৯৪২-২৬ মার্চ ১৯৯৯) অনন্য প্রতিভার অধিকারী একজন বাঙালী কম্পোজার। মূলত প্রাচ্য ও পাশ্চাত্যের সুরের সংমিশ্রনে ফিউশন ধারার মিউজিক কম্পোজ করতেন আনন্দশঙ্কর।

তবে তাঁর কম্পোজিশনকে ঠিক যেন সংজ্ঞায়িত করা যায় না। তাঁর অসাধারন সব কম্পোজিশনের মায়াবী সুর ও ছন্দ শ্রোতাকে যেন অন্য এক জগতে নিয়ে যায় ....তাঁর কম্পোজিশনে সেতারের প্রাধান্য থাকলেও অন্যান্য বাদ্যযন্ত্রও সমান গুরুত্ব পেয়েছে। কৃতি এই বাঙালি কম্পোজার ভারতের উত্তর প্রদেশের আলমোরায় জন্ম গ্রহন করেন; বাবা বিখ্যাত নৃত্যশিল্পী উদয়শঙ্কর, মা অমলাশঙ্কর। আনন্দশঙ্কর বেনারস হিন্দু ইউনিভারসিটিতে পড়ালেখা করেছেন । সেতার শিখেছেন লালমনি মিশ্রর কাছে ।

বিখ্যাত সেতার বাদক রবীশঙ্কর সম্পর্কে আনন্দশঙ্কর-এর জেঠা হলেও তাঁর কাছে সেতারে হাতেখড়ি হয়নি। আনন্দশঙ্কর-এর কয়েকটি কম্পোজিশন ...
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।