আমাদের কথা খুঁজে নিন

   

নোকিয়া ফোন থেকে অ্যাপ্লিকেশন ট্রান্সফার করুন

ধরুন আপনার বন্ধুর নোকিয়া ফোনে খুব সুন্দর একটা অ্যাপ্লিকেশন দেখলেন। ভাবছেন এই অ্যাপ্লিকেশনটা আমার ফোনে থাকলে খুব ভালো হতো । কিন্তু আনবেন কিভাবে?ব্লুটুথ দিয়ে তো আর পাঠানো যাবে না। মেমোরীতে কপিপেস্ট করে নিলেও আপনার ফোনে তা সাপোর্ট করবে না। তাহলে উপায়?হ্যা,সেটাই বলছি।

প্রথমে সফটওয়ারটা আপনার বন্ধুর ফোনের ফোন মেমোরীতে নিয়ে নিন। আগে থেকেই থাকলে দরকার নেই। আপনার মেমোরীটা বন্ধুর ফোনে ঢুকিয়ে সফটওয়ারটা আপনার মেমোরীতে কপি করুন। এবার মেমোরীটা আপনার ফোনে ঢুকান। আপনার ফোনের Menu→Internet→E nter Address এ যান।

এবার file:///e লিখে সফটওয়ারটা কোথায় আছে সেটা লিখে ওকে করুন। উদাহরণঃসফটওয়ারট ারনাম যদি হয় opera আর সেটা যদি music ফোল্ডারে থাকে তাহলে লিখতে হবে- file:///emusic/ opera। এবার দেখবেন ডাউনলোড হচ্ছে। অবশ্য টাকা কাটবে না। এবার সেটা ব্যবহার করুন।

আর আপনার ফোনে যদি Enter Address অপশনটা না থাকে তাহলে আপনার ফোনের menu →Internet →Bookmarks →Options →New Bookmark এ গিয়ে file:///emusic/ opera লিখে যেকোন নাম দিয়ে সেভ করুন। একটা বুকমার্ক তৈরীহবে। সেটাতে ক্লিক করলেইডাউনলোড শুরু হবে।

সোর্স: http://www.techtunes.com.bd/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।