নগদ আর বাকী
- যাযাবর জীবন
লাজ, লজ্জা, ভয়
তিন থাকতে নয়
ধোঁকা দিতে গেলে;
মানুষকে
স্বার্থে
অর্থে
সম্পর্কে
ভালোবাসায়;
ব্যবহার করে ছুঁড়ে ফেলে দাও
সময় মত
জয় তোমার হবেই হবে
নিশ্চিত আজকে
নগদের পৃথিবীতে।
বাঁকির নাম ফাঁকি
চিরকাল জেনে এসেছি
তাই লাজ লজ্জা ভয়
বিবেক থেকে দূরে রেখেছি
নগদ যা পেয়েছি
দুহাতে কুড়িয়েছি;
পরের কথা পরে ভাবা যাবে
অন্যভূবন বলে যদি কিছু থাকে
প্রতিদান না হয় নিয়ে যেও সেদিন
অন্যভূবনে
সুদাসলে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।