আমাদের কথা খুঁজে নিন

   

তাড়াতাড়ি ইনফরমেশন দেন আর মিষ্টি খাইয়া যান

মাত্রাতিরিক্ত রকমের জ্ঞেয়ানী জনেরা আমার ব্লগের উটকো অতিথি বলে বিবেচিত হবে।

তাড়াতাড়ি আসেন ভাই, সবাই মিলে একটু সাহায্য করেন। আমার কিছু ইনফরমেশন দরকার। তাড়াতাড়ি ইনফরমেশন দেন আর মিষ্টি খাইয়া যান। আমার প্রিয় ভাই-বোন, আদরের ব্লগার বন্ধুগন এবং সন্মানিত ব্লগ ভিজিটর গণ, আগেই বলিয়া রাখি, আমার এই পোস্টে কিছু ইনফরমেশন এর জন্য সাহায্য চেয়ে আবেদন করা হয়েছে।

তাই উক্ত ইনফরমেশন গুলো পাওয়ার জন্য আমি হয়ত তিন - চার বার রিপোস্ট করতে পারি। দয়া করে উক্ত রিপোস্ট সমূহ কেউ ফ্লাডিং মনে করবেন না। তবুও আমি আমার ব্লগার বন্ধুদের নিকট ক্ষমা চেয়ে নিচ্ছি। Bachelor of Dental Surgery (BDS) এর ব্যপারে যারা জানেন, মানে মেডিকেল এর ছাত্র - ছাত্রীদের অথবা যারা ইন্টার্নি পরবর্তী এখন পূর্ণ ডাক্তার হয়ে গেছেন বিশেষ ভাবে তাদের কাছে এবং সকল আম জনতার কাছে সাহায্য চেয়ে এই পোস্টটি উৎসর্গ করলাম। * রংপুর ডেন্টাল কলেজ থেকে Bachelor of Dental Surgery মানে (BDS) কোর্স কমপ্লিট করার পর ঢাকায় কোনো ডেন্টাল কলেজে ইন্টার্নি করা যাবে কি না? * ঢাকা মেডিকেল কলেজ এর ডেন্টাল ডিপার্টমেন্ট আছে কি না? যদি থাকে তবে সেই খানে ইন্টার্নি করার জন্য আবেদন করা যাবে কি না? * যদি যায় তবে এই ক্ষেত্রে কোথায় এবং কি ভাবে আবেদন করতে হবে? * আমার জানা মতে পিজি হাসপাতালে ডেন্টাল ডিপার্টমেন্ট আছে, ওই খানে কি অন্য কলেজ থেকে আসা ছাত্র-ছাত্রীরা ইন্টার্নির জন্য আবেদন করতে পারে? * ঢাকা মেডিকেল বা পিজি হাসপাতাল ছাড়া ঢাকার ভিতরে অন্য কোনো ভালো ডেন্টাল কলেজ আছে কি যেখানে ইন্টার্নি করা যাবে? * সরকারী ডেন্টাল কলেজ হলে ভালো হয়।

তবে বেসরকারী ডেন্টাল কলেজের ইনফরমেশন গুলোও দিতে পারেন, যদি ঢাকার ভিতরে লোকেশনে সুবিধা মনে হয় এবং মান ভালো হয় তবে। মিষ্টি খুজতাসেন? আরে ভাই চিন্তা কইরেন না মিষ্টি তো খাওয়ামুই আগে ভাইয়ের উপকার টুকু করেন, অন্য সবার মত অনলাইন মিষ্টি না এককে বারে খাঁটি রসগোল্লা খাওয়ামু, কথা দিলাম। এই পোস্টে মাইনাস দেওনের কি হইলো?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।