আমাদের কথা খুঁজে নিন

   

৫ হাজার টন পেঁয়াজ আমদানি হচ্ছে

রাষ্ট্রায়ত্ত সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে এই পেঁয়াজ আমদানি হবে। তবে আমদানি করা এই পেঁয়াজের দাম কত হবে, তা এখনো জানা যায়নি।
গত এক সপ্তাহে পেঁয়াজের দাম দ্বিগুণ বেড়ে এখন রাজধানীর বাজারগুলোতে তা প্রতি কেজি ৭০ থেকে ৭৫ টাকায় বিক্রি হচ্ছে।
পেঁয়াজের দাম বাড়া নিয়ে মানুষের অসন্তোষের মধ্যে সোমবার বিকালে টিসিবির এক বোর্ডসভায় জরুরি ভিত্তিতে আমদানির সিদ্ধান্ত হয়।
টিসিবির প্রধান তথ্য কর্মকর্তা হুমায়ুন করির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরাসরি, কোটেশন ও টেন্ডার- এই তিন পদ্ধতিতে এই পেঁয়াজ আমদানি করা হবে।”
বাজার দ্রুত স্থিতিশীল করতে ভারত ও মিয়ানমার থেকে সরাসরি পদ্ধতিতে পেয়াঁজ আনা হবে জানিয়ে তিনি বলেন, “আমদানি করা এই পেঁয়াজ খোলা বাজারে আগামী সপ্তাহে পাওয়া যাবে।”
এই পেঁয়াজের দাম কত- জানতে চাইলে তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি টিসিবির প্রধান তথ্য কর্মকর্তা।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।