মামুন বিশ্বাস
চাচা ছিলেন হুজুর। কিন্তু তার বাতিজাটা একদম নামাজ পড়ে না। চাচা বাতিজাকে অনেক বুঝালেন। কিছুতেই কাজ হলোনা। শেষমেষ চাচা বাতিজাকে বললেন।
তুই এখন থেকে নামাজ পড়লে তোকে৫০০ টাকা করে দেব।
বাতিজাতো কথা শুনে মহা খুশি। সে খুশিমনে নামাজ পড়তে গেল। নামাজ পড়ে এসে চাচাকে বললো,
বাতিজা, নামাজ পড়ে এসেছি। এবার টাকা দাও।
চাচা ,কিসের টাকা? তু্ই নামাজ পড়ছিস নেকী পাইছিস। তোকে আবার টাকা দেব কেন?
বাতিজা , আমি জানতাম তুমি এইরকম করবা। আমিও কম ডিজিট্যালনা । আমি নামাজ ঠিক-ই পড়ছি। কিন্তু ওজু করি নাই।
এক মাতাল একটি কবরের সামনে বসে মদ খাচ্ছিল। হঠাৎ সেখানে এক পুলিশ এসে হাজির।
পুলিশ (ধমক দিয়ে)ঃ এই ব্যাটা এখানে বসে কি করছিস?
মাতালঃ হুজুর আমার বাপের কবরের পাশে বসে একটু কান্নাকাটি করছি।
পুলিশ (রেগে গিয়ে)ঃ এটা তোর বাপের কবর, না? শালা এটাতো একটা বাচ্চার কবর।
মাতালঃ ওই তো হুজুর।
আমার বাপতো বাচ্চা অবস্থাতেই মারা গিয়েছিল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।