আমাদের কথা খুঁজে নিন

   

শুভ জন্মদিন সালমান শাহ্

আমি পথিক

আজ প্রয়াত নায়ক সালমান শাহর জন্মদিন। বেঁচে থাকলে আজ তার বয়স হতো ৩৯ বছর। ১৯৭১ সালের এইদিনে রবিবার সকাল ৭টায় সিলেটে দারিয়াপাড়ায় নানাবাড়িতে সালমান শাহর জন্ম হয়। মুক্তিযুদ্ধের সময় সালমানের জন্ম। তার ডাক নাম ইমন।

নামটি রেখেছিলেন তার মা নীলা চৌধুরী। সালমানের মা বলেন, ১৯৭২ সালের ১৯ সেপ্টেম্বর সালমানের প্রথম জন্মদিনে ওর পোষা প্রিয় হরিণ লিলিকে জবাই করে জন্মদিন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের খাওয়ানো হয়। কিন্তু সালমান সেই হরিণের মাংস একটুও খায়নি। বরং কেঁদেছে আর নানার কাছে গিয়ে সারাক্ষণ বসেছিল। সালমানের জন্ম-মৃত্যু এই সেপ্টেম্বর মাসেই।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান মারা যান ২৫ বছর বয়সে। আর তার আগের বছরের জন্মদিনে অর্থাৎ ১৯৯৫ সালের ১৯ সেপ্টেম্বর সালমানের মা তাকে চার সেট পাজ্ঞাবি আর শার্ট উপহার দিয়েছিলেন। সেই জন্মদিনের কথা সালমানের মায়ের খুব মনে পড়ে। তিনি বলেন, 'ঐদিন আমাকে খুশি করার জন্য ইমন চারসেট কাপড়ই পরেছিল। ' এই মুহূর্তে নীলা চৌধুরী সিলেটে অবস্থান করছেন।

তিনি আজ সকালে হযরত শাহজালালের মাজার প্রাঙ্গণে চিরনিদ্রায় শায়িত সালমানের কবর জিয়ারত করবেন। সঙ্গে থাকবেন তার আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবরা। ঘরোয়া অনুষ্ঠনের মধ্য দিয়েই সালমানকে স্মরণ করা হবে। সালমানের মা বলেন, আমি দেশবাসীর কাছে দোয়া চাই যেন ওকে আল্লাহ বেহেস্ত নসিব করেন। এদিকে এফডিসিতে খোঁজ নিয়ে জানা যায়, সালমানের জন্মদিন উপলক্ষে এফডিসিতে কোনো রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়নি।

সুত্র : বাংলাদেশ প্রতিদিন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।