আমার মাঝে একজন কবিকে আমি লালন করি
বছরের ১ম ঈদ চলে গেল আজ এক সপ্তাহ হল। গত সপ্তাহের এই সময় আপনি কি করছিলেন একটু রোমন্থন করুন তো??
আমি আমার অবস্থা বলি। আমি ছিলাম আমার গ্রামের বাড়িতে। যার ফলশ্রুতিতে টিভির রিমোটটা হাতে নেয়া আমার পক্ষে সম্ভব হয় নি। কারণ বাড়ির টিভিটাও নষ্ট হয়ে পড়ে আছে।
আফসোস।
এতে একদিক দিয়ে ভাল হয়েছে ঈদের গৎবাধা অনুষ্ঠান একের পর এক গিলতে হয় নাই।
তারপরও বুধবার ঢাকায় ফিরে আমার দেখা দুটি নাটক ভাল লেগেছে।
১.পল্টিবাজ।
২. আমরা সমুদ্র দেখতে গিয়েছিলাম।
আমি বিশেষত মোশাররফ করিমের একজন একনিষ্ঠ ভক্ত। পল্টিবাজে তার বড়ভাই সুলভ পল্টিবাজি মজা লাগছে। মোশাররফ করিমের আরো কিছু নাটক আপনাদের ভাল লাগলে কাইন্ডলি জানান।
আমরা সমুদ্র দেখতে গিয়েছিলাম নাটকে চমৎকার অভিনয়ের জন্যে জয়া আহসান এতে পুরষ্কার আশা করতেই পারেন।
এখন আপনারা আপনাদের ভাল লাগা কিছু ঈদের অনুষ্ঠানের বা নাটকের নাম যদি শেয়ার করতেন তবে আমি যেমন সে নাটকগুলো নামিয়ে বিনোদিত হতে পারতাম তেমনি এবারের ঈদ অনুষ্ঠানের জনপ্রিয়তা যাচাই বা টপচার্টে কোন কোন নাটক আছে তাও জাতি জানতো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।