আমাদের কথা খুঁজে নিন

   

কিছু না করে বসে থাকলে চলে কেবল তাদেরই যারা বসে থাকে উপরে......

কি আর লিখব..............................

কাক বসেছিল গাছের ডালে। নিচে দিয়ে হেঁটে যাচ্ছিল খরগোশ। : কিরে কাক, তুই কী করছিস? : কিছুই না। এমনি বসে আছি। : বেশ মজা তো! আমিও বসে থাকি কিছু না করে? : থাক। হাত-পা গুটিয়ে খরগোশ বসল গাছের গোড়ায়। ঝোপের আড়াল থেকে খেঁকশিয়াল দেখল, খরগোশ বসে আছে চুপচাপ। ঝাঁপিয়ে পড়ে তাকে খেয়ে গিলে ফেলল সে। পুরো ঘটনাটাই কাক দেখল গাছের ডালে বসে এবং ভাবল, খরগোশকে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম- কিছু না করে বসে থাকলে চলে কেবল তাদেরই যারা বসে থাকে উপরে। (সংগৃহীত)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।